
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল আবারও নিজের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করে তুলেছেন।
দুই বছর আগে বিএনপি থেকে বহিষ্কার হওয়ার পর রাজনীতির মাঠ থেকে প্রায় সরাসরি ছিটকে পড়েছিলেন মুকুল। এরপর, আওয়ামী লীগ সরকারের পতনের পর সোনারগাঁয়ে একটি ঠিকাদারি কাজ পরিদর্শন করতে গেলে সেখানে সোনারগাঁও উপজেলা বিএনপি নেতা বজলুর মদদপুষ্ট সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাকে মারধর করেন। এ ঘটনায় তার জামাকাপড় ছিঁড়ে ফেলা হয়। যদিও এই হামলায় মুকুল ভিক্টিম হন, সামাজিকভাবে তার ইমেজ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল।
কিন্তু সব প্রতিকূলতা পেছনে ফেলে তিনি ঘুরে দাঁড়িয়েছেন। পুরনো সাংগঠনিক দক্ষতা, শহর-বন্দরের মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং নিজস্ব কর্মী-সমর্থকদের সহযোগিতায় তিনি আগের মতোই জনপ্রিয় হয়ে উঠেছেন। উল্লেখযোগ্য, গত মাসে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে মুকুলের বহিষ্কারাদেশ তুলে নেওয়ার বিষয়টি জানানো হয়।
বহিষ্কারাদেশ তুলে নেওয়ার পরই মুকুল বন্দরের ২৪ নং ওয়ার্ডে অবস্থিত সিরাজুদ্দৌলা ক্লাব মাঠে বিশাল জনসভা আয়োজন করে নিজের রাজনৈতিক শক্তি প্রমাণ করেন। সভায় শহর ও বন্দর উপজেলার বিভিন্ন ইউনিটের কয়েক হাজার বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন। একই দিনে বন্দরের নবীগঞ্জ এলাকায় আরেকটি জনসভা অনুষ্ঠিত হয়। সেখানে নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন বঞ্চিত নেতারা উপস্থিত ছিলেন। তবে তুলনামূলকভাবে মুকুলের জনসভায় নেতাকর্মীদের উপস্থিতি বেশি ছিল বলে দাবি স্থানীয়দের।
এছাড়া, বন্দরের জনপ্রিয় তিন সাবেক কাউন্সিলর মুরাদ, সুলতান ও হান্নান সরকারসহ উপজেলা বিএনপির অধিকাংশ নেতাকর্মী নতুন করে তার সঙ্গে যুক্ত হয়েছেন।
বন্দর কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ শাফি আতাউর রহমান মুকুলকে কর্মীবান্ধব নেতা হিসেবে উল্লেখ করে বলেন, “বিএনপির দুর্দিনে তিনি আমাদের নানা ভাবে সহযোগিতা করেছেন। যারা জেলে ছিলেন বা মামলার মুখোমুখি ছিলেন, তাদের আর্থিক ও নৈতিক সাহায্য দিয়েছেন। তাই তিনি আমাদের কাছে এখনও গুরুত্বপূর্ণ নেতা। তাকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে এবং সামনেও হতে পারে। কিন্তু আমরা সব সময় তার পাশে থাকবো।”
জানা গেছে, মুকুল আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানকে সমর্থন দিয়েছেন। সাবেক উপজেলা চেয়ারম্যানের পাশে পেয়ে মাসুদও আনন্দিত। সম্প্রতি মুকুলের জনসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সেখানে বিএনপি নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন।
বিএনপি নেতাদের মতে, সামনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নতুন কমিটি গঠন করা হলে গুরুত্বপূর্ণ পদে মুকুলের অবস্থান নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে।







