সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নাঃগঞ্জ মাইক্রো ও ট্যাক্সি স্ট্যান্ডে দোয়া

9

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩রা ডিসেম্বর) বাদ আসর চাঁনমারী এলকোয় নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি স্ট্যান্ড মালিক সমিতি এবং শ্রমিক কমিটির উদ্দ্যেগে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

এসময় মালিক সমিতির সভাপতি মোঃ মনির হোসেন ও শ্রমিক কমিটির সভাপতি মোঃ হারুন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ও নারায়নগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতির প্রধান উপদেষ্টা অ্যাড, আবু আল ইউসুফ খাঁন টিপু, উপদেষ্টা মাসুদ রানা, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মোঃ নরুল ইসলাম, কার্য্যকরী সভাপতি মোঃ শাহজাহান, সহ সভাপতি নুর মোহাম্মদ, মোঃ আবুল হোসেন মিঠু, সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন রিংকু, যুগ্ন সম্পাদক মোঃ আলী আজগর মীর, সহ-সম্পাদক আবুল কালাম, শ্রমিক কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ তুহিন হোসেন, বিএনপি নেতা মোঃ হিরা সরদার, সাহাব উদ্দিন, শামীম হোসেন, মোঃ মাসুদ, শ্রমিক নেতা মনির হোসেন সহ প্রমূখ ।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন (ট্যাক্সিষ্ট্যান্ড) জামে মসজিদের ইমাম। পরে সকলের মাঝে নেওয়াজ বিতরন করা হয়।