জনসেবা না করলে আল্লাহকে পাওয়া যায় না – আব্দুল বাছেত রতন

23

নারায়ণগঞ্জ সমাচার: 

ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হাজী মোহাম্মদ আবদুল বাছেত রতন (মোরগ প্রতীক) এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ওয়ার্ডের টাগারপাড়ের আলামিন বাগ এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মেম্বার প্রার্থী হাজী মোহাম্মদ আবদুল বাছেত রতন বলেন, আপনাদের দোয়া ও ভোটে যদি নির্বাচিত হই তাহলে আমার প্রথম কাজ হবে, আমি অবশ্যই জলাবদ্ধতা নিরসনে শতভাগ কাজ করবো। ইউনিয়ন পরিষদে মেম্বারদের বাজেট কম থাকে, তাই সরকারি অর্থায়নে না হলে আমার ব্যক্তিগত অর্থায়নে সমাধান করবো ইনশা্আল্লাহ।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদের যতগুলো সেবামূলক কাজ আছে তা আপনাদের দ্বারে দ্বারে পৌছে দিবো। যুবসমাজের অবক্ষয় রোধে এলাকার মুরুব্বীদের সাথে নিয়ে কাজ করবো, বেকার সমস্যা সমাধানেও আমি কাজ করবো। ইনশা্আল্লাহ সর্বদিক দিয়ে আমাকে পাশে পাবেন।

এ মেম্বার প্রার্থী বলেন, মানুষের সেবার মাধ্যমে মহান রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যায়, জনসেবা না করলে আল্লাহকে পাওয়া যায় না। তাই যখনই কোনো মানুষ আমার কাছে এসেছে, আমি সাধ্যমতো তাদের পাশে থাকার চেষ্টা করেছি। কাউকে কখনো খালি হাতে ফেরাই নি। ইনশা্আল্লাহ আগামীতেও কাউকে খালি হাতে ফেরাবো না।

তিনি আরও বলেন, তাই জনগনের সেবা করার লক্ষ্যে, জনগনের পাশে থাকার জন্য, এলাকার উন্নয়নের লক্ষ্যে আমি নির্বাচনে এসেছি।

পঞ্চায়েত কমিটির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও এনায়েতনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার কামরুল হাসানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন এলাকার মুরুব্বী মাওলানা আবু সাউদ, বিশিষ্ট সমাজ সেবক হানিফ, গাবতলী ফুটবল কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা সেলিম, বায়তুল আতিক জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মনিরুল্লাহ প্রমুখ।