
নারায়ণগঞ্জ সমাচার:
বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম এবং বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় হিসাবে পরিচিত কেমব্রিজ বিশ্ববিদ্যালয় তথা লন্ডনের ইউনিভার্সিটি অফ কেমব্রিজ থেকে প্রথম শ্রেনীতে মাস্টার্স ডিগ্রী অর্জন করেছেন দেশবরেণ্য বিশিষ্ট ব্যবসায়ী ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ শাহ আলমের পুত্র আহনাফ শাহ শাহিল।
বিশ্ব র্যাংকিং এ এক নম্বর পজিশনে থাকা বিশ্ববিদ্যালয় থেকে এই সন্মানজনক ডিগ্রী লাভ করে বহি:র্বিশ্বে বাংলাদেশ তথা নারায়ণগঞ্জের নাম উজ্জল করেছেন তিনি। এর আগে মেধাবী আহনাফ লন্ডন এন্ড লন্ডন ইকোনোমিক্স এলএসই থেকে ডবল গ্রাজুয়েশন শেষ করেছে।
এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলমের বড় মেয়ে শমিতা ইয়াসনা ইউসিএল থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন যা কিনা বিশ্ব র্যাংকিং এ দশ নম্বর পজিশনে রয়েছে। শাহ আলমের ছোট মেয়ে মার্চিয়া মুশারত ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে স্নাতক ও স্নাকোত্তর ডিগ্রী সম্পন্ন করেছেন যা কিনা বিশ্ব র্যাংকিং এ আট নম্বরে।
মূলত এভাবেই শিল্পপতি শাহ আলমের সন্তানরা নারায়ণগঞ্জের মুখ উজ্জল করে চলেছেন। তারা এখন নারায়ণগঞ্জবাসীর গর্ব।
প্রসঙ্গত আলহাজ¦ মোহাম্মদ শাহআলম শাহ ফতেউল্লাহ টেক্সটাইল মিল্স লিমিটেড, জালাল আহম্মেদ স্পিনিং মিল্স লিমিটেড এবং জেনভিও ফার্মা লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক। তিনি জান্নাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান। তার তিন সন্তানের সকলেই খুব মেধাবী শিক্ষার্থী। তারা গোটা নারায়ণগঞ্জ জেলাসহ পুরো দেশবাসীর জন্য গৌরব বয়ে এনেছেন। তারা সকলের দোয়া প্রার্থী।