
নারায়ণগঞ্জ সমাচার:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে নগরীতে বিশালাকার মিছিল নিয়ে শোডাউন করেছেন ১৬ নং ওয়ার্ডের জনগন সমর্থিত, সৎ, যোগ্য, মেধাবী, কাউন্সিলর প্রার্থী হাজী সাইদুল ইসলাম।
গতকাল শুক্রবার (০৭ জানুয়ারি) দুপুরে ওয়ার্ডের দেওভোগস্থ নিজ বাসভবনের সামনে থেকে মিছিল নিয়ে এ শোডাউন করেন তিনি।
কাউন্সিলর প্রার্থী মাসুম আহমেদের সমর্থনে শোডাউনে হাজার হাজার ওয়ার্ডবাসী অংশ নিয়েছেন। আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়ের প্রত্যাশা ব্যক্ত করে বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা ১৬ নং ওয়ার্ড এলাকা। র্যালিটি ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

র্যালিকে কেন্দ্র করে জুম্মার নামাজের পর থেকেই ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে দলে দলে কর্মী-সমর্থক ও সাধারন ভোটার-জনগন আসতে থাকে। বিজয় র্যালিতে অংশ নেয়া কর্মী-সমর্থকরা স্লোগান তোলেন, “সাইদুল ভাই ভালো লোক, জয়ের মালা তারই হোক”, “সাইদুল ভাই এগিয়ে চলেন, ভোটাররা আছে আপনার সাথে”। এছাড়াও বিভিন্ন স্লোগান দিতে থাকেন কর্মী-সমর্থকরা।
বিজয়র্যালি শেষে হাজী সাইদুল ইসলাম বলেন, ১৬ তারিখে আমাদের নির্বাচন, নির্বাচনকে কেন্দ্র করে অনেকেই প্রার্থী হয়েছেন, মাঠে আছেন। তবে যোগ্য ব্যক্তি বাছাই করা ভোটারদের ঈমানী দায়িত্ব। তাই আমি ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই, যদি আমি যোগ্য ব্যক্তি হই তাহলে আপনারা অবশ্যই আমাকে জয়ী করবেন। আর যদি আমার চেয়ে বেশী যোগ্য কেউ থাকে তাহলে তাকে জয়ী করবেন।