
নারায়ণগঞ্জ সমাচার:
আওয়ামীলীগ নেতা মনসুর বকুল বলেছেন, আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে জনগন যাকে সমর্থন করে, প্রধানমন্ত্রী যাকে যোগ্য মনে করেন সেই আমাদের প্রিয় আইভী আপাকে নৌকা মনোনীত প্রার্থী করেছেন। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার প্রার্থী তথা আইভী আপাকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করে আনবো ইনশ্আাল্লাহ।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আজ শনিবার (০৮ জানুয়ারী) নগরীর বন্দর অঞ্চলের ২৩ ও ২৪ নং ওয়ার্ডে ডা. সেলিনা হায়াৎ আইভী তার নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন। এসময় নৌকার পক্ষে ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান ১১ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মনসুর বকুল।

ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গত ১৮ বছরে আইভীর মেয়াদকালে হওয়া ব্যাপক উন্নয়নের বিষয়ে মানুষকে বোঝান এবং ১৬ই জানুয়ারি সারাদিন নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।
এসময় মনসুর বকুল আরও বলেন, নৌকা হচ্ছে স্বাধীণতার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক। নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়, দেশের জনগন শান্তিতে থাকে, তাই সকলেই নৌকা প্রতীকে ভোট দিবেন।
এদিকে, ডা. সেলিনা হায়াৎ আইভী বিকেলে ২৩নং ওয়ার্ডের স্বল্পের চক, উইলসন রোড, একরামপুর, নবীগঞ্জ, কদমরসুল রোড, গোলাম আসাদ রোডসহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। এর আগে সকালে ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ, টি হোসেন রোড, শামসুদ্দিন ইলিয়াস শাহ রোড, গোলাম আসাদ রোড, বক্তারকান্দি দেউলী চৌড়াপাড়া, দেউলী চৌড়াপাড়া, বন্দর নোয়াদ্দা, উত্তর নোয়াদ্দা, কাইতাখালি, আমিরাবাদের প্রচারণা চালান। মানুষের সাথে কুশল বিনিময় করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ খোকন, প্রার্থী উজ্জল হোসাইন, নারী কাউন্সিলর শাওন অংকন, শহর যুবলীগের সহ-সভাপতি কামরুল হুদা বাবু, মহানগর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক কমল, যুবলীগ নেতা অপু প্রমুখ।