দেওভোগে পীর-আউলিওলা’দের স্মরণে দোয়া মাহফিল

100

নারায়ণগঞ্জ সমাচার:

পীর-আউলিয়া ও মুরুব্বীদের স্মরণে দেওভোগ খানকা রোড এলাকায় মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

গতকাল শুক্রবার (০৪ মার্চ) বাদ এশা খাজা গরীবে নেওয়াজ হাফিজিয়া লিল্লাহ খানকায়ে মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দেওভোগ বড় জামে মসজিদ কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব মনোয়ার হোসেন মনা সরদার, ইসমাইল হোসেন রমজান।

আরও উপস্থিত ছিলেন সমাজ সেবক মোঃ সাইদুল ইসলাম, মোঃ সাইদুল ইসলাম সাকিল, অলির দরবার ওরশ কমিটি পরিচালক মোঃ জাকির হোসেন সেন্টু, মোঃ রাজিব হোসেন, মোঃ মোতালিব, মোঃ রাসেল, মোঃ রহমতউল্লাহ সানি, মোঃ আরমান, মোঃ সুজন, মোঃ নয়ন, মোঃ মাহবুব, মোঃ জহিরুল ইসলাম সিকু প্রমুখ।