
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হজযাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও আধুনিক প্রযুক্তিনির্ভর হজ ব্যবস্থাপনার লক্ষ্যে ‘লাব্বাইক’ নামের একটি স্মার্টফোন অ্যাপ চালু করেছে। এই অ্যাপের মাধ্যমে হজ পালন আরও সহজ, সুশৃঙ্খল ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।
অ্যাপের মূল উদ্দেশ্য:
হজযাত্রা চলাকালে যাত্রীদের অবস্থান জানানো, জরুরি মুহূর্তে সহায়তা পাওয়া, আবাসন ও যাতায়াত সম্পর্কিত তথ্য সহজে সংগ্রহ, এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করাই অ্যাপটির মূল লক্ষ্য।
লাব্বাইক অ্যাপের গুরুত্বপূর্ণ ফিচারসমূহ:
SOS (জরুরি সহায়তা): যেকোনো বিপদে দ্রুত সহায়তার জন্য এক ক্লিকে SOS বাটন।
লোকেশন ট্র্যাকিং: গুগল ম্যাপের মাধ্যমে নিজের ও দলের সদস্যদের অবস্থান দেখা যাবে।
আবাসন তথ্য: হোটেলের অবস্থান, নাম, ছবি, চেক-ইন/চেক-আউট সময় ইত্যাদি দেখা যাবে।
দৈনিক সময়সূচি: নামাজের সময়, আবহাওয়া, মিনার তাঁবুর তথ্যসহ হজ শিডিউল।
স্বাস্থ্যসেবা: ডিজিটাল স্বাস্থ্য প্রোফাইল, ভার্চুয়াল চিকিৎসা সহায়তা, ওষুধের রিমাইন্ডার।
ধর্মীয় সহায়তা: কোরআন, হাদিস, কিবলা নির্ধারণ, ডিজিটাল তসবিহ ইত্যাদি।
রেজিস্ট্রেশন পদ্ধতি: অ্যাপ ডাউনলোড: গুগল প্লে স্টোর থেকে ‘Labbayk’ অ্যাপ ডাউনলোড করতে হবে।
ব্যক্তিগত তথ্য: মোবাইল নম্বর, পিলগ্রিম আইডি (PID) ও জন্মতারিখ দিয়ে রেজিস্ট্রেশন।
ওটিপি যাচাই: মোবাইলে প্রাপ্ত কোড দিয়ে নিশ্চিতকরণ।
PIN সেটআপ: নিরাপত্তার জন্য ৪ ডিজিটের পিন কোড নির্ধারণ।
অতিরিক্ত সুবিধা:
প্রি-পেইড হজ কার্ড: ১,২০০ মার্কিন ডলারের সমপরিমাণ টাকা লোড করে সৌদিতে ব্যবহারযোগ্য।
রোমিং প্যাকেজ: গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের বিশেষ রোমিং সুবিধা।
এই অ্যাপের মাধ্যমে হজযাত্রীরা প্রবাসে থেকেও সরকারের সরাসরি সহায়তা পাবেন এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে তাদের যাত্রা আরও নিরাপদ ও স্মার্ট হবে। তথ্যসূত্র: ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও বিভিন্ন সংবাদ মাধ্যম।