লিংক রোডে স্টেডিয়ামের সামনে ময়লার স্তুপ : পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে স্টেডিয়ামের সামনে জমে থাকা ময়লার স্তুপের কারণে পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পাচ্ছে

4
লিংক রোডে স্টেডিয়ামের সামনে ময়লার স্তুপ : পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি
লিংক রোডে স্টেডিয়ামের সামনে ময়লার স্তুপ : পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে অবস্থিত নারায়ণগঞ্জের একমাত্র আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সামনে দীর্ঘদিন ধরে জমে রয়েছে ময়লার স্তূপ।

ময়লা-আবর্জনা সঠিকভাবে অপসারণ না হওয়ায় পরিবেশ দূষণ এবং দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে, যা স্থানীয়দের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে ময়লার স্তূপ

স্থানীয়রা জানান, ময়লার স্তূপ দিন দিন আরও বড় হচ্ছে। দ্রুত ময়লা পরিষ্কার না করলে এটি এলাকার বাসিন্দা এবং লিংক রোডে চলাচলকারী লাখো জনসাধারণের জন্য স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করবে।

ময়লার এসব স্তুপ শুধুমাত্র স্টেডিয়ামের সামনে নয়, বরং পুরো লিংক রোডের দুই পাশে ছড়িয়ে পড়েছে।

লিংক রোড সংস্কারের সৌন্দর্য হুমকির মুখে

ময়লার স্তুপের কারণে প্রায় ৫০০ কোটি টাকা ব্যয়ে চলমান ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সংস্কারের সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং পরিবেশ দূষণের একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্টেডিয়ামটি শহরের জন্য গর্বের বিষয় হলেও এমনিতেই এটি বছরের পর বছর অযত্ন-অবহেলায় পড়ে রয়েছে।

স্থানীয়দের অভিযোগ ও দ্রুত পদক্ষেপের দাবি

স্থানীয়রা জানান, বিগত সরকারের শেষ সময়ে স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু হয়। যা এখনো চলমান রয়েছে।

তবে, ময়লার স্তূপ ও দুর্গন্ধের কারণে এর সৌন্দর্য আরও বেশী নষ্ট হচ্ছে।

তারা মনে করছেন, দ্রুত এই ময়লা পরিষ্কার না করলে বিভিন্ন রোগ-বালাইয়ের প্রাদুর্ভাব হতে পারে।

বিশেষ করে, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি বাড়বে।

রাজীব নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, “ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডটি আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে ঠিকই।

তবে, স্টেডিয়ামের সামনে ময়লার স্তুপের কারণে সেই সৌন্দর্য্য চোখে পড়ছে না। তাই পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য দ্রুত ব্যবস্থা নেয়া উচিত।”

পূর্বের অভিযোগের পরও পদক্ষেপের অভাব

এলাকার বাসিন্দারা সদর উপজেলা এবং স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে, ময়লা পরিষ্কারের জন্য কার্যকর কোন উদ্যোগ নেয়া হয়নি, যা স্থানীয়দের অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তারা জানান, অনেকবার এই বিষয়ে কর্তৃপক্ষকে জানিয়েও কোনও পরিবর্তন হয়নি।

পরিবেশবাদী সংগঠনগুলোর আশঙ্কা

পরিবেশবাদী সংগঠনগুলো ও সচেতন মহল মনে করছে, এই এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি।

বিশেষত, আন্তর্জাতিক মানের এই স্টেডিয়ামের পাশে ময়লা জমে থাকায় কুকুর ও ইদুরের উপদ্রব বেড়ে গেছে, যা পরিবেশের জন্য ক্ষতিকর।

জেলা প্রশাসকের প্রতিশ্রুতি

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আগামী মাসে আমরা লিংক রোডে প্রায় ১০ হাজার বৃক্ষ রোপণ করব এবং লাইটিং স্থাপন করব।

এই প্রকল্পগুলো শেষ হলেই ময়লার বিষয়ে একটি পরিকল্পিত পদক্ষেপ নেয়া হবে।”