
ইউসিবি-বাফুফে অনূর্ধ্ব-১৫ ফুটবল লিগ ২০২৫-এর ঢাকা জোন-২ এর দ্বিতীয় দিনের খেলায় শক্তিশালী ঢাকা জেলা দলকে ৩-১ গোলে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে নারায়ণগঞ্জ জেলা অনূর্ধ্ব-১৫ দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে নারায়ণগঞ্জ।
খেলার ২য় মিনিটে পেনাল্টি থেকে গোলের সুযোগ না পেলেও ফিরতি শটে আদেশ বর্মন গোল করে নারায়ণগঞ্জকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। প্রথমার্ধে আর কোনো গোল না হলে এই ব্যবধানে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের ২০ মিনিটে তামিমের দুর্দান্ত থ্রু বল থেকে বদলি ফরোয়ার্ড অমিত গোল করে ব্যবধান ২-০ করেন। এরপর ঢাকা এক পেনাল্টি থেকে একটি গোল করে ব্যবধান কমিয়ে আনে (২-১), তবে ম্যাচের ৪০ মিনিটে হাসিব ঢাকার দুই ডিফেন্ডারকে কাটিয়ে তৃতীয় গোলটি করে নারায়ণগঞ্জের জয় নিশ্চিত করেন।
চূড়ান্ত স্কোরলাইন ৩-১। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য হাসিবকে ম্যাচসেরা নির্বাচিত করা হয়। এই ম্যাচের ফলাফলে ঢাকা জোন-২-এ নারায়ণগঞ্জের শীর্ষে থাকার সম্ভাবনা আরও দৃঢ় হলো।