
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মো: রায়হান ওরফে রেহান (৪৫) হত্যার ঘটনায় চার মূল আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারকৃতদের মধ্যে শরিফ (১৮) নামে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্য তিন আসামিকে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা গোয়েন্দা শাখা এই তথ্য নিশ্চিত করে।
ঘটনার বিবরণ:
গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৭:৩০ ঘটিকার সময় ফতুল্লা থানাধীন নিউ চাষাড়াস্থ ইসদাইর বাজার রোডের ‘খুশবু হোটেল’-এর সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানায়, মাদক ব্যবসার বিরোধের জেরে মাদক ব্যবসায়ী রাজ্জাক ও তার সহযোগীরা রামদা, চাইনিজ কুড়াল, চাপাতি ও ছোরা দিয়ে রায়হান মোল্লা ওরফে রেহানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মামলা ও তদন্ত:
এই ঘটনায় নিহতের ভাই রমজান হোসেন বাদী হয়ে ফতুল্লা থানায় মাদক ব্যবসায়ী রাজ্জাকসহ ২০ জন এজাহারনামীয় এবং অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার গুরুত্ব বিবেচনা করে জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়।
ডিবি পুলিশের একটি চৌকস দল নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন— মো. শরিফ (১৮), রুহুল আমিন (৩৫), মো: আলী (৪৮) এবং সজিব (২৪)।
পুলিশের বক্তব্য:
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. ইব্রাহিম হোসেনের তত্ত্বাবধানে এবং ডিবির এসআই রুবেল মিয়া, মিঠুন দত্ত ও সোহেল মিয়ার নেতৃত্বে সফল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি শরিফ আদালতে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বাকি আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
এই হত্যাকাণ্ডের মূল হোতা রাজ্জাকসহ বাকি আসামিদের গ্রেফতারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।







