কামরুল হুদা বাবুসহ যুবলীগের ২ নেতা গ্রেফতার

আইভীকে গ্রেফতারে বাধা দেয়ার মামলায়

19

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ মহানগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের সেক্রেটারি মোতালেব হোসেন মাস্টারকে গ্রেফতার করেছে। সূত্র মতে, মেয়র আইভীকে গ্রেফতারের সময় পুলিশকে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিমের নির্দেশে একটি অভিযানিক দল আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় সদর মডেল থানাধীন দেওভোগ এলাকায় অভিযান পরিচালনা করে। এই অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নারায়ণগঞ্জ মহানগরের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু (৫৪) এবং যুবলীগের সক্রিয় কর্মী মোতালেব হোসেন মাস্টার (৪৭) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কামরুল হুদা বাবু সিদ্ধিরগঞ্জের গোদনাইল আরামবাগ এলাকার বাসিন্দা এবং মোতালেব হোসেন মাস্টার বন্দরের নবীগঞ্জ কাইতা খালি এলাকার বাসিন্দা।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর মডেল থানায় পুলিশ আক্রান্ত করার অভিযোগে একটি মামলা রয়েছে। তবে নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, সম্প্রতি মেয়র আইভীকে গ্রেফতার করার চেষ্টা করা হলে তারা পুলিশকে বাধা দেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।