ব্যবসা প্রতিষ্ঠানে নথিপত্র চুরি, দুইজনের বিরুদ্ধে অভিযোগ

সাবেক ম্যানেজারের নির্দেশে নতুন সুপারভাইজার চুরি করে পালিয়েছে বলে অভিযোগ, ফতুল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের

21
ব্যবসা প্রতিষ্ঠানে নথিপত্র চুরি, দুইজনের বিরুদ্ধে অভিযোগ
ব্যবসা প্রতিষ্ঠানে নথিপত্র চুরি, দুইজনের বিরুদ্ধে অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় একটি রি-রোলিং মিল থেকে গুরুত্বপূর্ণ নথি চুরির অভিযোগ দায়ের করা হয়েছে। আবুল বাশার রানা নামে এক ব্যক্তি গতকাল শুক্রবার (০২ মে) থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি জানিয়েছেন, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এনায়েতনগরে অবস্থিত তাদের মেসার্স রানা রি-রোলিং মিল থেকে বিদ্যুৎ, গ্যাস, জমি, মুসক, ভ্যাট ও ট্যাক্স সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি চুরি হয়েছে।

অভিযোগে রানা জানান, প্রতিষ্ঠানের সাবেক ম্যানেজার রাজিব হোসেন (৩৮) এর নির্দেশে নতুন সুপারভাইজার শাওন হাওলাদার (৩২) এই চুরির ঘটনা ঘটিয়েছে। রাজিব হোসেন পূর্বে প্রতিষ্ঠানের হিসাব নিয়ে ঝামেলা করায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এতে ক্ষিপ্ত হয়ে সে প্রতিষ্ঠানের ক্ষতি করার হুমকি দিয়ে আসছিল।

অভিযোগকারী জানান, গত ২২ এপ্রিল শাওন হাওলাদার তাদের প্রতিষ্ঠানে সুপারভাইজার পদে যোগ দেয়। কিন্তু সে সঠিকভাবে দায়িত্ব পালন না করে প্রায়ই রাজিব হোসেনের সাথে যোগাযোগ রাখতো। ২ মে রাত আনুমানিক আড়াইটার দিকে শাওন হাওলাদার প্রতিষ্ঠান থেকে গুরুত্বপূর্ণ নথিগুলো চুরি করে পালিয়ে যায়।

অভিযোগে বলা হয়েছে, শাওন হাওলাদারকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এতে অভিযোগকারী আশঙ্কা করছেন, রাজিব হোসেনের নির্দেশে শাওন হাওলাদার নথিগুলো চুরি করে অজ্ঞাত স্থানে পালিয়ে গেছে।

অভিযোগকারী ফতুল্লা মডেল থানার পুলিশের কাছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।