
নারায়ণগঞ্জে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের অনুমোদিত জেলা সম্মেলন ও মে দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচি বানচালের চেষ্টার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে আজ এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেছেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মহান মে দিবস উপলক্ষ্যে কর্মসূচী পালনের লক্ষ্যে আগামী বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য যথাযথ প্রক্রিয়ায় আবেদন করা হলে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ লিখিত অনুমতি প্রদান করে। এর পরিপ্রেক্ষিতে আয়োজনের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
তবে, সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোঃ হাফিজুল ইসলাম প্রকাশ্যে প্রচার চালাচ্ছেন যে, তিনি সম্মেলনটি বন্ধ করে দেবেন।
শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হাফিজ সাংস্কৃতিক জোটের নাম ব্যবহার করে শহীদ মিনারে একই সময়ে কর্মসূচি করার মিথ্যা প্রচারণা চালাচ্ছেন, যদিও সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ এমন কোনো আয়োজনের বিষয় অস্বীকার করেছেন।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এবং গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের অন্যতম নেতা এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল বলেন, “শ্রমিকদের শান্তিপূর্ণ সম্মেলন বানচালের এই অপচেষ্টা উদ্দেশ্যমূলক ও দুঃখজনক।
শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্নিত না হয়, সে জন্য আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি।”
এ ঘটনার প্রেক্ষিতে সংগঠনের পক্ষ থেকে নারায়ণগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৫৩৯, তারিখ: ২৭/০৪/২০২৫) দায়ের করা হয়েছে।
সংগঠনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি এফ. এম. আবু সাঈদ এবং মহানগর সভাপতি নাজমুল হাসান নান্নু বলেন, “আমরা দায়িত্বশীলভাবে প্রশাসনের অনুমতি নিয়ে আয়োজন করছি। শহীদ মিনারে সভা-সমাবেশের অনুমতি দেওয়ার একমাত্র কর্তৃপক্ষ সিটি কর্পোরেশন এবং আমরা সেই প্রক্রিয়া অনুসরণ করেছি।”