নারায়ণগঞ্জ কলেজের মেয়েরা এনে দিলো পুরো শহরের জন্য গর্বের মুহূর্ত।
জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতার ভলিবল বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে তারা।

তীব্র লড়াইয়ের পর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজকে সরাসরি ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা।
গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত হয় এ ফাইনাল খেলা।

এ সাফল্যে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা চ্যাম্পিয়ন দলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করান।
তিনি বলেন, “এটা পুরো নারায়ণগঞ্জের জন্য গর্বের খবর। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও এগিয়ে যেতে হবে। জেলা প্রশাসন সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে।”

অনুষ্ঠানে আলোচনা হয়, চ্যাম্পিয়ন টিমকে নেপালে পাঠানো হতে পারে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে।
এ বিষয়ে জেলা প্রশাসক সম্মতি দেন এবং সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
নারায়ণগঞ্জ কলেজের মেয়েদের এই অর্জন দেখিয়ে দিল, ইচ্ছা আর পরিশ্রম থাকলে কোনো সীমানা বাধা হয়ে দাঁড়ায় না।