৫-১৯ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

28
সাংবাাদিকদের সাথে সিভিল সার্জনের ওরিয়েন্টশন সভা

নারায়ণগঞ্জ সমাচার:

সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও আগামী ৫ থেকে ১৯ জুন পর্যন্ত চলবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে। এ  ক্যাম্পেইনকে সামনে রেখে সাংবাদিক সাথে জেলা সিভিল সার্জন কার্যালয়ের ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৩ জুন) বেলা ১২টায় সিভিল সার্জনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ এ সভায় সভাপতিত্ব করেন।

সভায় অবহিত করা হয় যে, আগামী ৫-১৯ জুন পর্যন্ত পক্ষকালব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে সিটি কর্পোরেশন ব্যতীত জেলার পাঁচ উপজেলা এলাকায় ৬-১১ মাস বয়সী ৪১ হাজার ৩৮১ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন ক্যাপসুল (১,০০,০০০ আইইউ) এবং ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ৯৯ হাজার ৯৬৫ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ (২,০০,০০০ আইইউ) ক্যাপসুল খাওয়ানাে হবে।

সিটি কর্পোরেশেন ব্যতীত জেলায় মোট ১,০৫৬ টি কেন্দ্রে এ ক্যাম্পেইন চলবে। প্রতি কেন্দ্রে ২ জন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী, শিক্ষক ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্রহন করা হয়েছে বলেও জানানো হয়।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, প্রেজেন্টেশন উপস্থাপনা করেন ডা. ফারহানা রহমান (এস আই এম ও), অনুষ্ঠানের উপস্থাপনা করেন জেলা ইপিআই সুপার মো. লুৎফর রহমান।

আরও উপস্থিত ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. আমিনুল হক, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. শাকির হোসেন, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক স্বপন দেবনাথ, আনোয়ার হোসেন, শওকত জামান।