শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে ইশা ছাত্র আন্দোলনের মানববন্ধন

38
শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে ইশা ছাত্র আন্দোলনের মানববন্ধন

নারায়ণগঞ্জ সমাচার:

যথাযথ সুরক্ষা নিশ্চিত পূর্বক অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে মহানগর ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

আজ সোমবার (০৭ জুন) বেলা ১১ টায় চাষাড়াস্থ শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ হাসান বলেন, আজকে প্রায় ১৫ মাস সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। আমি বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানিয়ে বলবো অনতিবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেন।

নতুবা আগামী ১০ তারিখে সারা বাংলাদেশে ইশা ছাত্র আন্দোনের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচী পালিত হবে। যদি তাতেও আপনাদের টনক না নড়ে তাহলে প্রয়োজনে শিক্ষামন্ত্রীর বাসভবনও ঘেরাও করা হবে।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি নুর হোসেন। আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, মহানগর ইশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান খান।