প্রধানমন্ত্রীর জন্য আবারো দোয়া চাইলেন আইভী

58

নারায়ণগঞ্জ সমাচার:

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে তার জন্য দোয়া চাইলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সিটি কর্পোরেশেনর মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে তারই লেখা বই “শেখ মুজিব আমার পিতা” মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের হাতে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দোয়া চান।

গতকাল বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিটি কর্পোরেশনের সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মেয়র এসময় বলেন, শুধু নারায়ণগঞ্জেই নয় দেশের সকল জেলায় উন্নয়ন হচ্ছে সমানতালে। পদ্মাসেতু, পায়রা বিমানবন্দর, মেট্রোরেল সহ প্রায় সকল জেলাতেই বড় বড় প্রজেক্ট হাতে নিয়েছে সরকার। আর এসবই হচ্ছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে। উনি এতো বয়সেও মানুষের জন্য কাজ করে যাচ্ছে অবিরতভাবে। তাই প্রধানমন্ত্রীর জন্মদিনে আমরা দোয়া করি, মহান আল্লাহ যেন উনাকে আরো নেক হায়াতে তৈয়বা দান করেন। উনি যাতে আমাদের পাশে থেকে আরো দিক নির্দেশনা দিতে পারেন। মুক্তিযুদ্ধের চেতনায় যাতে এ বাংলাদেশ গড়তে পারেন, কারণ মুক্তিযুদ্ধের চেতনায় যদি এ দেশ না হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কি হবে আমি জানি না। কেননা এখনই আমি শুনলাম, মুক্তিযোদ্ধার সন্তানদের যে পরিমাণ হতাশা।

জাতীয় দৈনিক সংবাদ পত্রিকার চিফ রিপোর্টার সালাম জোবায়েরের উদ্যোগে এ বই বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এড. নুরুল হুদা, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার শাহজাহান ভুইয়া জুলহাস, প্রয়াত নাসিকের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাসকুদা মোজাফ্ফর, শাওন অঙ্কন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দুন সবুজ প্রমুখ।