উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিলেন বাহাউদ্দিন

187

নারায়ণগঞ্জ সমাচার:

বিপুল সংখ্যক কর্মী-সমর্থক নিয়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচন কমিশনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফতুল্লা ইউপি নির্বাচনের ৫ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো: বাহাউদ্দিন।

গতকাল বুধবার (২৪ নভেম্বর) দুপুরে সদর উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ মনোনয়ন পত্র জমা দেন তিনি।

মনোনয়নপত্র জমাদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, গত প্রায় ৩০ বছর যাবৎ আমাদের ফতুল্লা ইউনিয়নে নির্বাচন হচ্ছিল না। এবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আমরা অনেক খুশী ও আনন্দিত।

নির্বাচনে জয়ী হলে এলাকাবাসীর উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করবেন বলেও জানান তিনি। তিনি ফতুল্লা ইউনিয়নের ৫নং ওয়ার্ডকে দেশবাসীর কাছে একটি উন্নয়নের রোল মডেল হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।