
নারায়ণগঞ্জ সমাচার:
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দাখিলকৃত আট প্রার্থীর মধ্যে ছয়জনের কাগজপত্রাদি ঠিক থাকায় মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার। ভোটার তালিকা গড়মিল ও ঋণখেলাপী হওয়ার কারণে অপর দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করেন তিনি।
সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মনোনয়নপত্র যাচাই- বাছাই শেষে এ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
বৈধ মেয়র প্রার্থীরা হলেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াত আইভী, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির আহবায়ক এড. তৈমুর আলম খন্দকার, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ, বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী মো. জসিম উদ্দিন, খেলাফত মসলিস মনোনীত প্রার্থী এবিএম সিরাজুল মামুন, বাংলাদেশ কল্যাণ পার্টি মনোনীত প্রার্থী ও পার্টির যুগ্ম সম্পাদক মো. রাশেদ ফেরদৌস সোহেল মোল্লা। বাতিলকৃত মেয়র প্রার্থীরা হলেন, জয় বাংলা নাগরিক কমিটির প্রার্থী কামরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী এড. সুলতান মাহমুদ।

এসময় জেলা নির্বাচন অফিসার মতিয়ুর রহমানসহ সকল সহকারী রিটার্নিং কর্মকর্তা, পুলিশ প্রশাসন, ব্যাংক বিভাগ, আয়কর বিভাগ ও সিটি কর্পোরেশনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সকল মেয়রপ্রার্থী ও তাদের সমর্থকরা।
রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই করে কোনো ত্রুটি না পাওয়ায় এবং ব্যাংক, পুলিশ, আয়কর বিভাগ, সিটি কর্পোরেশনসহ অন্যান্য প্রার্থীদের কারো কোনো অভিযোগ না থাকায় মেয়র পদে দাখিলকৃত আটজন প্রার্থীর মধ্যে ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হলো।ভোটার তথ্যে গড়মিল ও ঋণ খেলাপি হওয়ায় দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হলো।