
নারায়ণগঞ্জ সমাচার:
বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালিয়েছে মৎস্যজীবীলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইদুর রহমান, কার্যকরী সভাপতি মো. সাইফুল আলম মানিক, সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর।
আজ বুধবার (০৫ জানুয়ারি) সকাল থেকে বিশাল মিছিল করে নাসিক ২৭ ও ২৬ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে প্রচারণা চালান তারা।
এতে উপস্থিত ছিলেন মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জানে আলম সেলিম, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব কাজী মহিদুল ইসলাম মাহিম, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আব্দুল জলিল।
আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী লীগের আহবায়ক নুর হোসেন, সদস্য সচিব জনি খান জাবের, জেলার সিনিয়র সহ-সভাপতি তাজউদ্দিন চৌধুরী, জেলা মৎস্যজীবী লীগ নেতা মোঃ সোনা মিয়া, মশিউর রহমান লিংকন, এম.এস. মূখদূমী মিলকিন, মোসলেহ উদ্দিন, রিপন, মহানগর মৎস্যজীবী লীগ নেতা রাজিব মোহাম্মদ সুজন, মো. জুয়েল, থানা মৎস্যজীবী লীগ নেতা শাহআলম, মো. আফজাল, কালাম, মো. সজীব ব্যপারী প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, ডা. সেলিনা হায়াৎ আইভী বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী। কাজেই যে কোনো মূল্যের বিনিময়ে নৌকার বিজয় আমাদের সুনিশ্চিত করতেই হবে। ঘরে ঘরে যেতে হবে, ঘরে ঘরে গিয়ে নৌকার উন্নয়ন সম্পর্কে মানুষকে জানাতে হবে।
তারা আরও বলেন, আইভী নারায়ণগঞ্জের উন্নয়নের রূপকার, নারায়ণগঞ্জের উন্নয়নে আইভীর কোনো বিকল্প নেই। গত ১৮ বছরে আইভীর হাত ধরে নারায়ণগঞ্জের উন্নয়ন ও রাজনীতিতে যে আমূল পরিবর্তন এসেছে তা জনগনকে জানাতে হবে।
প্রচারণাকালে তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থণা করেন। ভোটারদের হাতে হাতে আইভীর ছবি সম্বলিত লিফলেট বিতরণ করে আইভী জন্য ভোট চান তারা।