মেয়র আইভীকে নব-নির্বাচিত কাউন্সিলর আশা’র ফুলেল শুভেচ্ছা

20

নারায়ণগঞ্জ সমাচার:

পরপর তিনবার বিপুল ভোটের ব্যবধানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হওয়ায় ডা. সেলিনা হায়াৎ আইভীকে ফুলেল শুভেচ্ছা জানান ২৩নং ওয়ার্ডে প্রথমবার নির্বাচিত হওয়া কাউন্সিলর আবুল কাউসার আশা।

গতকাল বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় চুনকা কুটিরে গিয়ে মেয়রের সাথে সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

গত ১৬ই জানুয়ারি পুনরায় মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই পৃথক পৃথকভাবে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন আইভী।

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামীলীগের জাতীয় পরিষদের সাবেক সদস্য এড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেন প্রমুখ।