পরিবেশ দূষণে আগ্রাসী মহর মিয়া

9

সরিষাবাড়ী প্রতিনিধি, জামালপুর:

সরিষাবাড়ী উপজেলায় মহাদান ইউনিয়নের সেংঙ্গুয়া গ্রামের লেয়ার মুরগির ব্যবসায়ী মোঃ মহর মিয়া । সেংঙ্গুয়া উত্তরপাড়া আবুল কাশেম মন্ডলের ছোট ছেলে তিনি । পেশায় একজন ব্যবসায়ী হলেও এলাকায় তার প্রচুর নাম ও প্রভাব রয়েছে ।

পোল্টি এবং লেয়ার মুরগির প্রতিষ্ঠান বা ব্যবসালয় নির্দিষ্ট খোলামেলা জায়গায় বা ফাঁকা জায়গায় দেওয়াই উত্তম । কিন্তু শুধুমাত্র এককেন্দ্রিক সিদ্ধান্তের জেরে, নিজের আধিপত্য বিস্তার অটুট রাখার কারণে – প্রতিবেশীর কথা চিন্তা না করে এলাকার লোকজনের সুবিধা ও অসুবিধার কথা না ভেবে বাড়ির বাহিরে বিশাল দুটি লেয়ার মুরগির ফার্ম হাউস তৈরি করে ব্যবসা করে যাচ্ছেন মহর মিয়া । এখানেই শেষ নয় , লেয়ার মুরগির নির্গত মল বা বৃষ্ঠা সমূহে গন্ধনাসক কোন স্প্রে ব্যবহার না করেই দীর্ঘদিন জমায়েত করে রাখা হয় ফার্ম হাউসে এবং কয়েকদিন রাখার পর মল বা বৃষ্ঠাসমূহ সরকারি রাস্তার ( ব্রিজের )পাশে জমায়েত করে রাখা হচ্ছে । ফলে এ থেকে সৃষ্টি হচ্ছে বিষাক্ত গন্ধ যা মানুষের ফুসফুসে এবং শ্বাসনালীতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে। প্রতিবেশীদের অনুরোধ সত্ত্বেও ব্যবহার করা হচ্ছে না কোন স্প্রে বা দুর্গন্ধ নাশক কোন ঔষধ ।

তথ্যসূত্রে জানা যায়, মহর মিয়ার চাচা সাবেক মহাদান ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ সোহরাব আলীর ছত্রছায়ায় নিজেই তৈরি করছে কিশোর গ্যাং এর মতো সদস্য বাহিনী। এলাকার কাউকে কোন তোয়াক্কাই করছে না। পরিবেশ দূষণ রোধে প্রতিবেশী কেউ কোনো কিছু বলতে আসলে উল্টো নাজাহালের শিকার হতে হয় মহর মিয়ার কাছ থেকে।

আরো জানা যায়, হত্যা মামলা সহ একাধিক মামলার বর্তমান এবং সাবেক বিবাদী হচ্ছেন মহর মিয়া । প্রতিবেশীকে শ্বাসরোধ করে হত্যার অন্যতম আসামি হচ্ছেন মহর মিয়া । তার বিরুদ্ধে ৫৩৩/২০ নং মামলা জামালপুর জেলা জজকোর্টে চলমান ।

এ বিষয়ে প্রতিবেশী ইয়াকুব আলী বাদশা বলেন , কি আর কমু লেয়ার মুরগির মলের গন্ধ এখন আমাদের ডালভাত হয়ে গেছে, সহ্য করলেও সহ্য করতে হবে না করলে তো উপায় নাই আর বলার ও কোন সুযোগ নাই ।

অন্য আরেকজন প্রতিবেশী আজিজুর রহমান রাজু বলেন , লেয়ার মুরগির মলের গন্ধ যখন আসে তখন বাড়িতে থাকা বেশ কষ্টকর হয়ে পড়ে ।

এছাড়া আরো একজন প্রতিবেশী বলেন, লেয়ার মুরগির মল ব্রিজের পাশে রাস্তায় যেভাবে খোলামেলা অবস্থানে রেখে দেয়, পাশে আমার ডোবা পুকুর এবং আবাদি খেত। লেয়ার মুরগির মলের জন্য মাছ চাষ এবং আবাদি খেতে আবাদ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে । প্রতিবেশী সহ এলাকার লোকজন এর একাংশ নির্দিষ্ট স্থানে লেয়ার মুরগির ফার্ম করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার আহ্বান জানিয়েছেন এবং সেই সাথে প্রতিবেশীর কষ্ট হয় এমন কাজ না করে জীবাণু নাশক ঔষধ বা স্প্রে ব্যবহার করার অনুরোধ করেছেন ।