
নারায়ণগঞ্জ সমাচার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার স্ত্রী রুবিয়া সুলতানা। সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এবং তার স্ত্রী রুবিয়া সুলতানা স্বতন্ত্র প্রার্থী। একই আসনে স্বামী-স্ত্রী প্রার্থী হওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
শুক্রবার (১ ডিসেম্বর) জেলা নির্বাচন কার্যালয় থেকে এই দুই প্রার্থীর মনোনয়ন দাখিলের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে, গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের কাছে পৃথক মনোনয়নপত্র দাখিল করেন স্বামী-স্ত্রী।
এ বিষয়ে জানতে যোগাযোগ করার জন্য মুঠোফোনে একাধিকবার কল দিলেও তা রিসিভ করেন নি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।
তবে, কায়সার হাসনাতের সমর্থকরা দাবি করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার জন্য নির্বাচন উন্মুক্ত করেছেন। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে সহযোগিতা করার জন্য অন্য প্রার্থীদেরও নমনীয়তা দেখাতে বলেছেন। কায়সার হাসনাত ভাইয়ের আসনে তার স্ত্রীও মনোনয়নপত্র দাখিল করেছেন।
আসনটিতে বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা পুনরায় জাতীয় পার্টি থেকে মনোনয়ণপত্র জমা দেন। এছাড়াও আরো ১১জন প্রার্থী আসনটিতে এমপি পদে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন, এবিএস ওয়ালিউর রহমান খান (বিএনএম), এরফান হোসেন দীপ (স্বতন্ত্র), নারায়ণ দাস (বিকল্প ধারার বাংলাদেশ), মো. আবু হানিফ হৃদয় (তৃণমূল বিএনপি), মো, মজিবুর রহমান (বাংলাদেশ তরিকত ফেডারেশন), আসলাম হোসেন (স্বতন্ত্র), মো. জামিল মিজি (জাকের পার্টি), মারুফ ইসলাম ঝলক (স্বতন্ত্র), এ.এইচ.এম মাসুদ (স্বতন্ত্র), সিরাজুল হক (কংগ্রেস), মো. আরিফ (যুক্ত ফ্রন্ট)।







