
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ‘ডিজিটাল বার ভবন’ নিচতলায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে উপস্থিত আইনজীবীদের মাঝে তবারক বিতরণ করা হয়।
সকাল থেকেই নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে বড় পরিসরে তবারক রান্নার আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির এবং অ্যাডভোকেট জাকির হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধানসহ ফোরামের অন্যান্য সিনিয়র আইনজীবীরা দিনভর উপস্থিত থেকে তবারক রান্নার কাজ নিবিড়ভাবে তদারকি করেন।
আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তার অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশের রাজনীতির ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন গণতন্ত্রের আপসহীন কাণ্ডারি, যিনি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন।” বক্তারা আরও যোগ করেন, “তার বিদেহী আত্মার শান্তি কামনায় আমাদের এই আলোচনা সভা ও দোয়া মাহফিল নেত্রীর প্রতি সাধারণ আইনজীবী ও জনগণের গভীর ভালোবাসার এক ক্ষুদ্র বহিঃপ্রকাশ।”
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারে তার দীর্ঘ ত্যাগ এবং দেশের মানুষের প্রতি তার মমত্ববোধের কথা স্মরণ করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে মরহুমার জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য মহান আল্লাহর দরবারে আকুল প্রার্থনা জানানো হয়।
নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এই কর্মসূচিতে জেলার কয়েকশ বিজ্ঞ আইনজীবী ছাড়াও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনুষ্ঠান সফল করতে বারের সকল সদস্যদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে খালেদা জিয়ার প্রতি নারায়ণগঞ্জ জেলার আইনজীবী সমাজের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে।







