চামড়া সংরক্ষনে বিনামূল্যে লবন ও প্রশিক্ষণ দেয়া হবে – জেলা প্রশাসক

44
চামড়া সংরক্ষনে বিনামূল্যে লবন ও প্রশিক্ষণ দেয়া হবে - জেলা প্রশাসক

নারায়ণগঞ্জ সমাচার:

জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেছেন, কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সারাদেশের এতিমখানাগুলোতে বিনামূল্যে লবণ দেওয়া হবে। চামড়ার ন্যায্যদাম নিশ্চিত করতে বাসাবাড়ি থেকে সংগ্রহের পরই তা যেন পানির দরে বিক্রি না করে বরং বেশ কিছুদিনের জন্য সংরক্ষণ করা হয়- সেজন্য এই উদ্যোগ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জে এতিমখানার পাশাপাশি যেসব প্রতিষ্ঠান সমাজসেবা ও শিক্ষামূলক কাজ সম্প্রসারণে কাজ এগিয়ে নিতে বিনামূল্যের চামড়া সংগ্রহ করে, তাদেরকে লবণ দেওয়া হবে।

শনিবার (০৯ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় একথা বলেন তিনি।

জেলা প্রশাসক বলেন, কোরবানির চামড়া সঠিকভাবে ছাড়ানো, মানসম্মত পরিবেশ নিশ্চিত করা, কসাই ও মসজিদের ইমামদের প্রশিক্ষণ দেয়া হবে। এতিমখানায় যেহেতু সবচেয়ে বেশি চামড়া দান করা হয়, সেজন্য এসব প্রতিষ্ঠানে বিনামূল্যে লবণ দেওয়া হবে। এর ফলে, চামড়া নষ্টের হাত রক্ষা পাবে এবং চামড়ার সঠিক দাম নিশ্চিত হবে। এ বিষয়ে আগামী শুক্রবার জুম্মার নামাজের সময় প্রতিটি মসজিদে খুতবায় এ বিষয়টি ঘোষণা ও প্রচার করতে বলেন তিনি।

সম্প্রতি, বন্দরে মনু নামে এক ব্যক্তির খুন হওয়ার ঘটনায় তদন্তের বিষয়ে জেলা প্রশাসক বলেন, এ মার্ডারটিকে চাঞ্চল্যকর মামলা হিসেবে গ্রহন করা হবে। র‌্যাব-পুলিশ এ মামলার বিষয়ে দ্রুত ব্যবস্থা নিবে বলে জানান তিনি।
বাড়তি ভাড়া আদায় প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, ঈদকে কেন্দ্র করে পরিবহন মালিকরা যাতে বাড়তি ভাড়া আদায় করতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ঈদ যাত্রার সময় পরিবহন মালিকরা ভাড়া বাড়িয়ে দেয়। এতে ঘরমুখো মানুষের ভোগান্তি বাড়ে। ঈদযাত্রা সহজ করতে ম্যাজিষ্ট্রেট নিয়োগ করা হবে। বাড়তি ভাড়া আদায় করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে হুশিয়ারী দেন তিনি। সড়কগুলোতে যাত্রা সহজ করতে এবং দুর্ঘটনা প্রতিরোধে অতিরিক্ত ট্রাফিক পুলিশ কাজ করবে। এছাড়া, নদীপথে আগামী ১৩ তারিখ থেকে ২৩ পর্যন্ত শীতলক্ষা নদীতে কোনো বাল্কহেড চলতে পারবে না বলে ঘোষণা দেন তিনি।

কোরবানীর পশুর হাটের বিষয়ে তিনি বলেন, যে কোনো অনাকাঙ্খিত ঘটনা এড়াতে গরুর হাটগুলোতে পুলিশ মোতায়েন থাকবে।

অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু বলেন, সড়ক দুর্ঘটনা এড়াতে সড়কে অতিরিক্ত ট্রাফিক পুলিশ কাজ করবে। বিশেষ করে শিমরাইল, সাইনবোর্ড ও চিটাগাং রোডসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে অধিক নজরদারির মধ্যে রাখা হবে।

র‌্যাব-১১ এর কমান্ডিং অফিসার তানভীর পাশা বলেন, র‌্যাবের পরিচয় দিয়ে অনেকেই চাঁদাবাজি-ডাকাতি করে বলে আমরা শুনতে পাই। কেউ যদি র‌্যাব পরিচয় দিয়ে কারো কাছে যায়, তাহলে তাদের পরিচয়পত্র নিতে বলেন এ র‌্যাব কর্মকর্তা। প্রয়োজনে ৯৯৯ এ কল দিয়ে তাদেরকে শনাক্ত করতে বলেন তিনি।

গরু নিয়ে টানাটানি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে এমন হুশিয়ারী দিয়ে র‌্যাবের এ কর্মকর্তা বলেন, নদী ও সড়ক পথে জোর করে ট্রলার বা ট্রাক থেকে গরু না নামাতে পারে সে লক্ষ্যে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে ৯৯৯ এ কল দিতে বলেন তিনি। এ ধরনের কোনো তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে, কাউকে কোনো প্রকার ছাড় দেয়া হবে না বলেও হুশিয়ারী দেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই, বিকেএমইএ’র ভাইস প্রেসিডেন্ট মোর্শেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ প্রেসক্লাব সভাপতি আরিফ আলম দিপু, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান, সকল উপজেলা নির্বাহী অফিসার এবং জনপ্রতিনিধিবৃন্দ।