ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগীতা করবেন আজমেরী ওসমান

163
নিটিং ওনার্স এসোসিয়েশনের নির্বাচনে বিজয়ীরা আজমেরী ওসমানকে ফুলেল শুভেচ্ছা জানান
নারায়ণগঞ্জ সমাচার:
নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য একেএম নাসিম ওসমানের পুত্র যুবসমাজের আইকন হিসাবে পরিচিত আজমেরী ওসমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন  স‌ম্মি‌লিত নীট ঐক্য প‌রিষ‌দ প্যানেলের নব-নির্বাচিত ব্যবসায়ীবৃন্দ।
শনিবার (২৯ মে)  সকালে কলেজ রোডে আজমেরী ওসমানের বাসভবনে গিয়ে আনুষ্ঠানিক ভাবে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
গত ২৬ মে অনুষ্ঠিত বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়শনের নির্বাচনে স‌ম্মি‌লিত নীট ঐক্য প‌রিষ‌দ প্যানেলের ২১জন প্রার্থীর মধ্যে ১৮ জন প্রার্থী জয় লাভ করেন।
শুভেচ্ছা বিনিময়কালে আজমেরী ওসমান বলেন, নির্বাচনের আগে ব্যবসায়ীদের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ও তাদের উন্নয়নে কাজ করতে হবে।
এ ক্ষেত্রে ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন, যে কোনো বিষয়ে আমার সর্বাত্বক সহযোগিতা অব্যাহত থাকবে।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন-  স‌ম্মি‌লিত নীট ঐক্য প‌রিষ‌দ প্যানেলের সভাপতি মোঃ মাহবুবুর রহমান স্বপন, সহ-সভাপতি আবুল বাসার, রকিবুল হাসান রাকিব, মোঃ কবির হোসেন ভূইয়া, মোঃ জাহাঙ্গীর আলম, ডিরেক্টর মোঃ মুকুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন আলম, আমির প্রমুখ।