
নারায়ণগঞ্জ সমাচার:
করোনা ভাইরাসের সংকটময় মুহুর্তে জেলা পরিষদের পক্ষ থেকে সাড়ে এগারো হাজার মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার জেলার প্রতিটি থানা, উপজেলা ও ইউনিয়নের অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহার সামগ্রীর প্রতি প্যাকেটে সেমাই, চিনি, দুধ, আটা, পোলাও চাল, তেল, লবন সহ প্রায় ১০ টি খাদ্য সামগ্রী রয়েছে।
জেলা পরিষদ চেয়ারম্যান হিসাবেই দায়িত্ব নেয়ার পর থেকেই মানুষের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও অসহায়দের সহযোগীতায় নানা উদ্যোগ নিয়ে সর্বমহলে প্রসংশিত হয়েছেন আনোয়ার হোসেন।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় এক মাসের বেশী সময় অসুস্থ ছিলেন আনোয়ার হোসেন ও তার স্ত্রী। সে সময়ে অসুস্থ হয়েও থেমে থাকেন নি তিনি। অসুস্থ অবস্থায়ও আনোয়ার হোসেনের নির্দেশে জেলা পরিষদের পক্ষ থেকে করোনার সচেতনতা বৃদ্ধিতে প্রতিটি থানা ও উপজেলায় স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সুস্থ হয়ে করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়ে আবারও জনগনের পাশে থেকে জনগনের জন্য কাজ শুরু করেন আনোয়ার হোসেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর নির্দেশে এবার জেলার সাড়ে ১১ হাজার মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন তিনি।
জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেনের পক্ষে জেলা পরিষদ সদস্যবৃন্দ ও সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দরা নিজ নিজ এলাকায় অসহায়দের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
আনোয়ার হোসেন বলেন, করোনা ভাইরাসের এ কঠিন মুহুর্তে জনগনের সহযোগীতায় এগিয়ে আসতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছেন তারই ধারাবাহিকতায় জেলা পরিষদের পক্ষ থেকে সাড়ে এগারো হাজার মানুষের মাঝে ঈদ সামগ্রী পৌছে দেয়া হচ্ছে।