
নারায়ণগঞ্জ সমাচার:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মুসল্লীদের সরব উপস্থিতির মধ্য দিয়ে নারায়ণগঞ্জে শুক্রবার (৭ মে) পবিত্র জুমাতুল বিদা পালিত হয়েছে।
ডিআইটি জামে মসজিদ, চাষাড়া নুর মসজিদ, দেওভোগ বড় জামে মসজিদ, ১নং বাবুরাইল মসজিদ, জল্লারপাড় জামে মসজিদসহ নগরী ও জেলা উপজেলা পর্যায়ের মসজিদগুলোতে সবচেয়ে বেশি ভিড় ছিলো।
‘আলবিদা, আল বিদা, ইয়া শাহর রামাদান বলা হয় জুমাতুল বিদার খুতবায়।
জুম্মার নামাজ শেষে মহান আল্লাহর দরবারে হাত তুলে ক্ষমা প্রার্থনা করেন মুসল্লিরা। আমাদের দেশসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া কামনা করে বিশেষ মোনাজাত করেন মসজিদগুলোর ইমাম ও থতিববৃন্দ।