
নারায়ণগঞ্জ সমাচার:
৩য় শীতলক্ষ্যা সেতু প্রয়াত সাংসদ নাসিম ওসমানসহ আঞ্চলিক দুটি সড়ক ওসমান পরিবারের প্রয়াত সদস্যদের নামে নামকরণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বর্ণাঢ্য র্যালি করেছে আজমেরী ওসমান সমর্থকরা।
রোববার (১৩ জুন) বিকেলে নগরীর কলেজরোডস্থ আজমেরী ওসমানের বাসভবন প্রাঙ্গণ থেকে র্যালিটি বের করা হয়। র্যালিটি চাষাড়া মোড়, প্রেসক্লাব চত্ত্বর, নারায়ণগঞ্জ ক্লাব চত্ত্বর, ২নং রেল গেইট সহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাসদাইর কবরস্থানে গিয়ে শেষ হয়।
এসময় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ চিরনিদ্রায় শায়িত প্রয়াত নাসিম ওসমান ও ওসমান পরিবারের মৃত সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
এর পূর্বে, র্যালিতে নেতাকর্মী ও সমর্থকরা আজমেরী ওসমানের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি হৃদয় নিংড়ানো অভিনন্দন ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন বজলুর রহমান রিপন, আলমগীন হোসেন আলম, আক্তার নুর, মোর্শেদ, মোহাম্মদ হোসেন রেজা, আনোয়ার হোসেন আনু, নাসির, লিয়াকত, জামাল, মালেক, আমির প্রমুখ।
এর আগে শহর, বন্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ সহ বিভিন্ন স্থান থেকে নেতাকর্মী খন্ড খন্ড মিছিল নিয়ে মূল র্যালিতে যোগদান করে।
গত ২৫ মে একনেকের এক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমান পরিবারের ৩ সদস্যের নামে এ তিনটি স্থাপনার নামকরণের ঘোষণা দেন।