
নারায়ণগঞ্জ সমাচার:
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ (অনুর্ধ্ব-১৭) বালিকা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ (অনুর্ধ্ব-১৭) বালক টুর্নামেন্টে বালক ও বালিকা উভয় গ্রুপে আবারও দলগত চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। এ জয়ের মাধ্যমে জেলা পর্যায়ে টানা তিন বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো নাসিক।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৭ জুন) বিকেলে ওসমানী পৌর স্টেডিয়ামে প্রথমে বালিকা ও পরে বালক গ্রুপের টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। উভয় ম্যাচেই নাসিক দল জয়লাভ করে।
ম্যাচ শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম বেপারী।
বালক (অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল ম্যাচে সদর উপজেলাকে ২-০ গোলে পরাজিত করে নাসিক। এর আগে সদর উপজেলা বালিকা (অনুর্ধ্ব-১৭) টিমকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয় নাসিকের বালিকা দল।
এসময় আরও উপস্থিত ছিলেন নাসিকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, জেলা ক্রীড়া কর্মকর্তা নাজিমুদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম আরিফ মিহির প্রমুখ।
উল্লেখ্য, উক্ত টুর্নামেন্টে ৬ টি দল অংশগ্রহণ করেছিল।