বিধিনিষেধ না মানায় স্নোভার গার্ডেন সিলগালা  

119

নারায়ণগঞ্জ সমাচার:

করোনার সংক্রমণ ঠেকাতে সরকারি বিধিনিষেধ জারি রয়েছে। এতে জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনাও দেওয়া হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে বিয়ের আয়োজন করায় নগরীর ডিআইটিস্থ স্নোভার গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টটি সীলগালা করেছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে এক মাসের কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।

গতকাল শনিবার বিকেলে আলী আহাম্মদ চুনকা পাঠাগারের বিপরীত পার্শ্বে অবস্থিত চাইনিজ এ রেস্টুরেন্টে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মাহমুদা জাহান।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযানে স্নোভার রেস্টুরেন্টটি সিলগালা করা হয়। সেই সঙ্গে রেস্টুরেন্টের ম্যানেজারকে এক মাসের কারাদন্ড দেয়া হয়েছে।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার মাহমুদা জাহান বলেন, সরকারী বিধিনিষেধ অমান্য করে রেস্টুরেন্টে বিবাহোত্তর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এমন তথ্য পেয়েই প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা প্রতিষ্ঠানটির ম্যানেজারকে এক মাসের বিনাশ্রম দন্ড প্রদান করা হয়েছে এবং সেই সাথে রেস্টুরেন্টটিকেও সীলগালা করে দেয়া হয়েছে।