শ্রদ্ধা ও ভালোবাসায় শামসুজ্জোহাকে স্মরণ

34
শামসুজ্জোহা'র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়ায় মোনাজাত করছেন মরহুমের দুই সন্তান শামীম ও সেলিম ওসমান

নারায়ণগঞ্জ সমাচার:

শ্রদ্ধাঞ্জলি অর্পন, মিলাদ, দোয়া ও স্মরণসভার মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা মরহুম এ,কে,এম শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

শামসুজ্জোহা’র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়ার অংশবিশেষ

পরিবার ও দলীয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমের ৩৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এসকল কর্মসূচী পালন করা হয়।

শামসুজ্জোহা’র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুমের কবরে পুস্পস্তবক অর্পণের খন্ডচিত্র

এদিন সকালে আওয়ামীলীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মাসদাইরে মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও দোয়া করা হয়।

শামসুজ্জোহা’র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়ার খন্ডচিত্র

বিকেলে মরহুমের ছোট ছেলে সাংসদ শামীম ওসমান উপস্থিত থেকে পরিবারের পক্ষ মকসদাইর কবরস্থান মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করেন।

শামসুজ্জোহা’র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত জেলা আওয়ামীলীগের দোয়া

এদিন সন্ধ্যায় ২নং রেল গেটস্থ আওয়ামীলীগ কার্যালয়ে জেলা আওয়ামীলীগের উদ্যোগে দোয়ার আয়োজন করা হয়।

শামসুজ্জোহা’র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়ায় অংশ নিয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন মরহুমের নাতি অয়ন ওসমান

বিকেলে মাসদাইর কবরস্থান মসজিদে অনুষ্ঠিত দোয়ায় উপস্থিত ছিলেন এ.কে.এম সামসুজ্জোহার মেঝ ছেলে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, শামীম ওসমান পুত্র অয়ন ওসমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দু হাই, সহ-সভাপতি ও সাবেক পিপি এড. আসাদুজ্জামান, খবির উদ্দিন, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন শীল, এডঃ ওয়াজেদ আলী খোকন, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল।

শামসুজ্জোহা’র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়ার খন্ডচিত্র

আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, সহ-সভাপতি মোস্তফা কামাল, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ, সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ি ফজর আলী।

শামসুজ্জোহা’র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়ায় অংশ নিয়েছেন বিশিষ্ট শিল্পপতি ফজর আলীসহ নেতৃবৃন্দ

জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, এড. মুহাম্মদ মোহসীন মিয়া, রফিক মেম্বার, চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, ইয়ার্ণ মার্চেন্টস এসোসিয়েশনের সভাপতি লিটন সাহা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, সাফায়েত আলম সানি, বর্তমান সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ।

শামসুজ্জোহা’র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়ার খন্ডচিত্র

ফতুল্লা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু মো. শরীফুল হক, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার প্রধান।

সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জুলহাস উদ্দিন ভুইয়া, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার কামরুল মেম্বার, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতি, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান চেয়ারম্যান, জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা পরিষদের সভাপতি অরুন বিশ্বাস সহ নারায়ণগঞ্জ আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

শামসুজ্জোহা’র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়ার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন সংসদ সদস্য একেএম শামীম ওসমান

স্মরণসভায় সংসদ সদস্য শামীম ওসমান উপস্থিত সবার কাছে তার প্রয়াত বাবা এ.কে.এম সামসুজ্জোহা, মা ভাষা সৈনিক নাগিনা জোহা এবং বড় ভাই সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানসহ উপস্থিত সকলের পরিবারের আত্মার মাগফেরাতের জন্য দোয়া কামনা করেন।

শামসুজ্জোহা’র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়ার খন্ডচিত্র

এর আগে শামীম ওসমান বলেছেন, কোনো কারণে আমার পরিবারের কারো কাছ থেকে যদি কেউ কষ্ট পেয়ে থাকে তাহলে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই আমাদের মাফ করে দিবেন।