
নারায়ণগঞ্জ সমাচার:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, জিয়াউর রহমানের খেতাব বাতিলের এ সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাকর্মীদের সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী দশা থেকে মুক্তি দিয়ে এ সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। একইসাথে এ অথর্ব নির্বাচন কমিশন বাতিল করে নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন কমিশন গঠন করে নিরপেক্ষ নির্বাচন দিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ারও দাবি জানান এ নেতা।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের “বীর উত্তম” খেতাব বাতিল করায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব দাবি জানান।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ ক্লাবের সামনে এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশটি নারায়ণগঞ্জ ক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিআইটি মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এড. সাখাওয়াত বলেন, আজকে যদি জিয়াউর রহমানের পদক নিয়ে টানাটানি করা হয়। আওয়ামীলীগে যদি কেউ এমন পদকধারী থাকে তাহলে আগামী শাসকরাও সেই বিষয়ে বিবেচনা করবে।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সরকারকে বলতে চাই, আপনারা আগুনে হাত দিয়েছেন। জিয়াউর রহমানের নাম এদেশের মানুষের অন্তরে রয়েছে। পদক নিয়ে টানাটানি করে তার মর্যাদা ছোট করে এ দেশের মানুষের মন থেকে তার নাম মুছে ফেলা যাবে না।
তিনি আরও বলেন, খেতাব বাতিলের এ সিদ্ধান্ত ন্বাধীণতা বিরোধী, ক্ষমতায় থাকার জন্য সরকার আজকে মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে আমি মনে করি। দেশের মানুষ আর একদিনও এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। এ সরকারকে দেশের জনগন টেনে হিচরে নামাবে।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি মনির হোসেন খান, মহানগর যুবদলের সহ-সভাপতি পারভেজ মল্লিক, শাহিন আহমেদ, মহিউদ্দিন শিশির প্রমুখ।