
নারায়ণগঞ্জ সমাচার:
ভাষার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে নারায়ণগঞ্জের যুবরাজ খ্যাত আজমেরী ওসমান সমর্থকরা।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রবিবার (২১ শে ফেব্রুয়ারি) সকালে চাষাড়ায় অবস্থিত নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন নাসিম ওসমান স্মৃতি কল্যাণ ও দু:স্থ সংসদের সভাপতি তরিকুল ইসলাম লিমন, মো. নাসির, মো. ডালিম, মো: মনির, সাদ্দাম হোসেন মিঠু প্রমুখ।
এর পূর্বে হাজার হাজার আজমেরী ওসমান সমর্থকদের নিয়ে বিশাল র্যালি করে নেতাকর্মীরা। র্যালিটি শহরের কলেজ রোড থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।