
নারায়ণগঞ্জ সমাচার:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষ্যে পুস্পার্ঘ্য অর্পণ করে ও র্যালির মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদল।
রবিবার (২১ শে ফেব্রুয়ারি) সকালে চাষাড়াস্থ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানান তারা।
সভাপতি আনোয়ার সাদাত সায়েমের নেতৃত্বে জেলার সর্বস্তরের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন। এসময় “খালেদা জিয়া” “জিয়া খালেদা” আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে, খালেদা জিয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই” এ ধরনের বিভিন্ন শ্লোগানে শহীদ মিনার ও রাজপথ প্রকম্পিত হয়ে উঠে।
এতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন সালু প্রমুখ।
এর পূর্বে তারা বর্ণাঢ্য এক র্যালি করে। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।