সকল অসমাপ্ত কাজ সমাপ্ত করার আশ্বাস দিলেন বাদল

13

নারায়ণগঞ্জ সমাচার:

আসন্ন নির্বাচনকে সামনে রেখে কাশিপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডে নৌকা প্রতীকের প্রার্থী এম সাইফ উল্লাহ বাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০২ নভেম্বর) বিকেলে ওয়ার্ডের উত্তর নরসিংপুর এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় সাইফ উল্লাহ বাদল বলেন, অসমাপ্ত কাজগুলো যেন আপনাদের দোয়ায় শেষ করতে পারি, সেজন্য নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। কথা দিচ্ছি চেয়ারম্যান নির্বাচিত হই বা না হই যতো কাজ আছে সব শেষ করে দিবো। অনেকেই জানে না নৌকা একটি মার্কা আছে। আপনারা ভোটারদে দ্বারে দ্বারে যাবেন। ভোট চাইবেন।

উত্তর নরসিংপুর দারুস সালাম জামে মসজিদের সহ-সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক হাজী নুরুল আমীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি চন্দন শীল, ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আশরাফুল আলম, গিয়াসউদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক হুমায়ন কবির, জেলা পরিষদ সদস্য মোস্তফা হোসেন চৌধুরী, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ সাত্তার।

আরও উপস্থিত ছিলেন ইউনুস আলী, মধ্য নরসিংপুর পঞ্চায়েত কমিটির সভাপতি তাজুল ইসলাম, মুরুব্বী আফজাল হোসেন, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।