
নারায়ণগঞ্জ সমাচার:
আগামী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে মুফতি মাসুম বিল্লাহকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন’র (চরমোনাই পীর) পক্ষ থেকে মনোনয়ন দেয়ায় নগরীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৫ ডিসেম্বর) দুপুরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বৃষ্টিতে ভিজেই এ আনন্দ মিছিল করে। মিছিলটি নগরীর চাষাড়া থেকে শুরু হয়ে ডিআইটি মসজিদের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া করা হয়।
সংক্ষিপ্ত আলোচনা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক দীন ইসলাম বলেন, বৃষ্টি উপেক্ষা করে দীন প্রতিষ্ঠার লক্ষ্যে আপনারা আজকে এখানে একত্রিত হয়েছেন তাই সবার প্রতি কৃতজ্ঞতা ও মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন, পীর সাহেব চরমোনাই নারায়ণগঞ্জ সিটিতে প্রার্থী দিয়েছেন মুফতি মাসুম বিল্লাহকে। আজকে নগরবাসী কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত। দলের নির্দেশে আমরা হাতপাখা নিয়ে নির্বাচন করে, হাতপাখার প্রার্থীকে বিজয়ী করে নগরবাসীকে সেবা উপহার দিবো। নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করবো এবং মাদক থেকে নগরবাসীকে মুক্ত করবো।
এর আগে সুলতান মাহমুদ বলেন, নাসিক নির্বাচনে মেয়র পদে কেন্দ্র থেকে মুফতি মাসুম বিল্লাহর নাম ঘোষণা করায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আগামী ১৬ই জানুয়ারীর নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের প্রত্যাশা করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, প্রচার ও দাওয়াত সম্পাদক বিল্লাল হোসাইন খান, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সভাপতি মো. বিল্লাল হোসাইন, বন্দর থানা কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী জানা যায়, এবার প্রতিটি কেন্দ্রে ইভিএম মেশিনে ভোটগ্রহন করা হবে। আগামী ১৫ই ডিসেম্বর মনোনয়ণপত্র জমা দেয়ার শেষ তারিখ। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২২ সালের ১৬ই জানুয়ারি।