
নারায়ণগঞ্জ সমাচার:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির যুগ্ম সম্পাদক মো. রাশেদ ফেরদৌস সোহেল মোল্লা।
রবিবার (০৫ ডিসেম্বর) দুপুরে নেতাকর্মীদের নিয়ে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে গণমাধ্যমকর্মীদের তিনি জানান, আমি গত সিটি নির্বাচনেও মেয়র পদে প্রার্থী হয়েছিলাম, এবারও আমি সকলের দোয়া ও জনগনের সমর্থনে প্রার্থী হয়েছি। ইনশ্আাল্লাহ বিজয় আমার হবেই।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী জানা যায়, এবার প্রতিটি কেন্দ্রে ইভিএম মেশিনে ভোটগ্রহন করা হবে। আগামী ১৫ই ডিসেম্বর মনোনয়ণপত্র জমা দেয়ার শেষ তারিখ। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২২ সালের ১৬ই জানুয়ারি।