উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন হেভিওয়েট প্রার্থী শাহ ফয়েজ

97

নারায়ণগঞ্জ সমাচার:

উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১৩নং ওয়ার্ডের হেভিওয়েট প্রার্থী, জেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহ ফয়েজ উল্লাহ ফয়েজ

মঙ্গলবার (০৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এসে সহকারী রিটার্নিং কর্মকর্তা প্রতিভা বিশ্বাসের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি

মনোনয়নপত্র সংগ্রহ শেষে শাহ ফয়েজ বলেন, মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমি সৎ পয়সা উপার্জন করে, মানুষের প্রকৃত সেবা করার লক্ষ্যে নির্বাচনী লড়াইয়ে মাঠে নেমেছি। ইনশ্আাল্লাহ বিজয় আমার হবে

ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে হেভিওয়েট প্রার্থী তিনি বলেন, আমার ওয়ার্ডের জনগন খুবই নির্যাতিত এবং নিগৃহীত। একইসাথে তারা বুদ্ধিমান এবং বিচক্ষণ, তারা জানে কাকে ভোট দিলে উন্নয়ন হবে। কোনো মিথ্যা আশা দিয়ে বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ওয়ার্ডবাসীকে আমি বোকা বানাতে চাই না। আমি শুধু এটুকুই বলবো, ওয়ার্ডবাসীর কাছে আমার আকুল আবেদন অর্থের কাছে নিজের বিবেক বিক্রি করবেন না এবং যোগ্য ব্যক্তিকেই আপনারা বিজয়ী করবেন ইনশ্আাল্লাহ।

তিনি আরও বলেন, এর আগেও আমি প্রার্থী হয়েছিলাম এবারও প্রার্থী হয়েছি। আমি আমার ওয়ার্ডবাসীর কাছে একবার সুযোগ চাই। যাতে করে উন্নয়নের মাধ্যমে আমি আমার নিজেকে প্রমাণ করতে পারি