সন্ত্রাসীদের আর চায় না জনগন – জুয়েলী ভুইয়া

111

নারায়ণগঞ্জ সমাচার:

উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত হেভিওয়েট মহিলা কাউন্সিলর প্রার্থী,  শিক্ষিত ও মেধাবী জুয়েলী ভুইয়া।

মঙ্গলবার (০৭ ডিসেম্বর) বিকেলে এলাকার মুরুব্বীদের সাথে নিয়ে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এসে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে জুয়েলী ভুইয়া বলেন, মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমি একটি স্কুলের ভাইস প্রিন্সিপাল হিসাবে কর্মরত আছি। ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডের মানুষ অনেকটা ভীত সন্ত্রস্ত্র, একটি সন্ত্রাসী পরিবারের কারণে। সন্ত্রাসী পরিবারটি জনপ্রতিনিধি হওয়ার আড়ালে সন্ত্রাসীদের আশ্রয়দাতা ও মদদ দাতা হিসাবে এলাকায় চিহ্নিত। আমি এলাকার মানুষকে আশ্বস্ত করতে চাই, সন্ত্রাসীদের ভয় না করে আসুন তাদের শক্ত হাতে দমন করি, প্রতিহত করি। এ তিনটি ওয়ার্ডের মানুষ কাঙ্খিত সেবা বঞ্চিত। আমি সৎ পয়সা উপার্জন করে, মানুষের প্রকৃত সেবা করার লক্ষ্যে নির্বাচনী লড়াইয়ে মাঠে নেমেছি। ইনশ্আাল্লাহ বিজয় আমার হবে।

ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে এ হেভিওয়েট প্রার্থী তিনি বলেন, আমার ওয়ার্ডের জনগন খুবই নির্যাতিত এবং নিগৃহীত। একইসাথে তারা বুদ্ধিমান এবং বিচক্ষণ, তারা জানে কাকে ভোট দিলে উন্নয়ন হবে। কোনো মিথ্যা আশা দিয়ে বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ওয়ার্ডবাসীকে আমি বোকা বানাতে চাই না। আমি শুধু এটুকুই বলবো, ওয়ার্ডবাসীর কাছে আমার আকুল আবেদন অর্থের কাছে নিজের বিবেক বিক্রি করবেন না এবং যোগ্য ব্যক্তিকেই আপনারা বিজয়ী করবেন ইনশ্আাল্লাহ। সবশেষে তিনি ওয়ার্ডবাসীর কাছে একবার সুযোগ চান, যাতে করে উন্নয়নের মাধ্যমে তিনি নিজেকে প্রমাণ করতে পারেন।