
নারায়ণগঞ্জ সমাচার:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা-মহানগর আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ।
গতকাল সোমবার (০৭ ডিসেম্বর) দুপুরে উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এসে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সাবেক সদস্য এড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. আসাদুজ্জামান, এড. আরজু ভুইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, আদিনাথ বসু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, সদস্য সামসুজ্জামান ভাসানী, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জি এম আরাফাত, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল্লাহ প্রমুখ।
মনোনয়নপত্র জমা শেষে আওয়ামীলীগের নেতৃবৃন্দরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জবাসীর মনের ভাষা বুঝতে পেরে ২য় বারের মতো ডা. আইভীকে মনোনয়ন দিয়েছে। ইনশা্আল্লাহ আগামী ১৬ তারিখে আমরা বিপুল ভোটের মাধ্যমে জয়ী হয়ে প্রধানমন্ত্রীকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন উপহার দিবো।