নারায়ণগঞ্জের আনাচে-কানাচে গিয়ে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি – আনোয়ার হোসেন

31

নারায়ণগঞ্জ সমাচার:

জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন বলেছেন, সারাজীবন রাজনীতি করেছি, ইচ্ছা ছিলো মানুষের কল্যাণে কাজ করার। মানুষের কল্যানে কাজ করতে গেলে, মানুষের পাশে দাড়াতে অর্থবিত্তের প্রয়োজন। আসলে আমি একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান, কোটি কোটি টাকার সম্পদ নাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে আজ সেই সুযোগ পেয়ে, তারই নির্দেশে নারায়ণগঞ্জের আনাচে-কানাচে গিয়ে মানুষের কল্যাণে, মানুষের সেবায়, উন্নয়নের লক্ষে কাজ করে যাচ্ছি।

নারায়ণগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল ইউনিট-২ এ জেলা পরিষদ কর্তৃক অনুদানকৃত কিডনি হেমোডায়ালাইসিস ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে মিশনপাড়াস্থ নারায়ণগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের ইউনিট-২ এর নিজস্ব কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আনোয়ার হোসেন বলেন, রাজনৈতিক জীবনে অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছি, লড়াই করেছি, কারা নির্যাতন ভোগ করেছি, নির্যাতিত হয়েছি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নিজের দলীয় নেতাকর্মীদের অবহেলার স্বীকার হয়েছি তারপরও পিছপা হইনি। জাতির জনকের আদর্শ বুকে ধারণ করেই ৫০ বছর ধরে রাজনীতি করছি। একবার জাতির জনকের সানিধ্য পেয়েছিলাম, তিনি বলেছিলেন ভালো ছাত্র হওয়ার জন্য, ভালো লেখা পড়ার জন্য মানুষের সেবা করার জন্য কাজ করতে। তার নির্দেশ মতোই চেষ্টা করেছি লেখাপড়া করে সত্যিকার জ্ঞান অর্জন করতে, মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করেছি, শত বাধা-প্রতিকুলতার পরও হাল ছেড়ে দেই নাই, রাজনীতি করেছি।

তিনি বলেন, একসময় সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহনের প্রস্তুতি নিয়েছিলাম। আমার চেয়ে যোগ্য প্রার্থীকে জননেত্রী শেখ হাসিনা বাছাই করেছেন। তাকে মনোনয়ন দিয়েছে, তার জন্য কান্না করেছি। দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে কোনোদিন কাজ করি নাই। জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত স্নেহ করেন তার ছোট ভাই হিসাবে। তার নির্দেশ মোতাবেক কাজ করে যাচ্ছি। বর্তমানে আমি জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে আমি নারায়ণগঞ্জের একপ্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে ঘুরে মানুষের জন্য কাজ করি। ইতিমধ্যে দেশের ৬৪টি জেলা পরিষদের মধ্যে ৭ম স্থান অর্জন করেছে।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের ন্যায় বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা কোটি কোটি টাকা অনুদান দিয়েছি রাস্তাঘাট, মসজিদমাদ্রাসা, মন্দিরমিশন, স্কুলকলেজে, বৃদ্ধাশ্রম, পাঠাগার, শহীদ মিনারে অর্থায়ন করেছি, নির্মাণ করেছি শুধু সদর উপজেলায়ই নয়, জেলার সকল উপজেলায় আমরা জেলা পরিষদের মাধ্যমে কোটি কোটি টাকা দিয়ে উন্নয়ন করে যাচ্ছি এমনিভাবে আমি নারায়ণগঞ্জের আনাচেকানাচে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি একটাই শুধু ইচ্ছা, মানুষ যাতে বলে যে কাজের জন্য জননেত্রী শেখ হাসিনা জেলা পরিষদ চেয়ারম্যান পদে আনোয়ার হোসেনকে মনোনয়ন দিয়েছিলো, আনোয়ার হোসেন সেই কাজ সম্পন্ন করছে

এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সভাপতি ডা. শাহনেওয়াজ চৌধুরী, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ফজলুল করিম, সাধারণ সম্পাদক আলহাজ্ব দেলোয়ার হোসেন চুন্নু, যুগ্ম-সম্পাদক খাজা আজিজুল হক, যুগ্ম-সম্পাদক আলহাজ্ব মোঃ আইয়ূব আলী, কোষাধ্যক্ষ আলহাজ্ব মাহমুদ হোসেন, যুগ্ম-কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ তারেক আফজাল, সদস্য আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক, মোঃ সায়েদুল ইসলাম শাকিল, আলহাজ্ব মোঃ শওকত আলী (এডঃ) এডভোকেট মোঃ জাকির হোসেন, কাজী দলিল উদ্দিন দুলাল, মোঃ আখতারুজ্জামান, মাজহার হোসেন, আলহাজ্ব মোঃ শাহীনূর আলম, আলহাজ্ব মোঃ আজিজুল্লাহ, আলহাজ্ব মোঃ শামসুল হক, আলহাজ্ব আবুল কাশেম, এস. এম. সাইফুল ইসলাম, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদা আহসান হাবিব, শুভ, ফারুক, কামরুল হাসান প্রমুখ।