
নারায়ণগঞ্জ সমাচার:
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন উপলক্ষ্যে ১৬ নং ওয়ার্ডের হেভিওয়েট কাউন্সিলর প্রার্থী হাজী মো. সাইদুল ইসলামের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত। শুক্রবার (১৭ডিসেম্বর) সন্ধ্যায় দেওভোগ এলাকাবাসীর আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠক এলাকার মুরুব্বিরা বলেন, আমরা আশা করি, আমরা বাড়ি থেকে বের হলে আলী আহাম্মদ চুনকা’র সেই খেজুর গাছ তলায় আমরা সবাই সাইদুল কে পাবো। তাই আমরা মনে করি সাইদুলকে ১৬ জানুয়ারি নির্বাচনের জয়ী করে নিয়ে আসবো ইনশাল্লাহ।
এসময় সাইদুল ইসলাম বলেন, মহান আল্লাহ পাকের হুকুম ছাড়া কিছু সম্ভব না। আমাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি আপনাদের সহযোগিতার মাধ্যমে আপনাদের সেবা প্রদানে উদ্বুদ্ধ হবো এবং সর্বদা আপনাদের কল্যাণময় কর্মকান্ডে এগিয়ে আসবো। আমি আপনাদের প্রতি দায়বদ্ধ থাকবো। আপনাদের সাথে এক দীর্ঘস্থায়ী সম্পর্ক সৃষ্টির মাধ্যমে আপনাদের কষ্টকে আপন করে নিবো।
তিনি আরও বলেন, গত নির্বাচনেও আমি প্রার্থী ছিলাম। জয়ী হতে না পারলেও সর্বদা এলাকাবাসীর সাথে থাকার চেষ্টা করেছি। আজ এলাকাবাসী ও মুরুব্বীদের কথায় আবারও প্রার্থী হয়েছে, ইনশা্আল্লাহ এলাকাবাসীর জয় হবে। সর্বশেষ এলাকা বাসীদের নিয়ে কিছু প্রতিস্রুতি গ্রহনের মাধ্যমে তিনি উঠান বৈঠক সম্পন্ন করেন।