
নারায়ণগঞ্জ সমাচার: ফতুল্লা প্রতিনিধি, আরিফ হোসেন
মহান বিজয় দিবস ও বিজয়ের রজত জয়ন্তী উপলক্ষ্যে মুন্সীবাগ দারুল ক্বারার ইসলামীয়া মাদরাসায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী বীর মুক্তিযোদ্ধা ডা. মুহাম্মদ রফিকুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়।
গত বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে মুন্সীবাগ দারুল ক্বারার ইসলামীয়া মাদরাসায় প্রথমে কোরআন তেলোয়াত, গজল, স্বাধীনতার গান দিয়ে বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়ার শুরু হয়।
মুন্সীবাগ দারুল ক্বারার ইসলামীয়া মাদরাসার অধ্যক্ষ জিয়াউর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার গভর্নিং বোর্ডের সদস্য মোঃ শাহ আলম।
মুন্সীবাগ দারুল ক্বারার ইসলামীয়া মাদরাসার অধ্যক্ষ জিয়াউর রহমানে বলেন, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি বিজয়। আজ বিজয়ের ৫০ তম বছর পূর্তিতে সেই সকল শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। তাই আজকে আমাদের এই আয়োজনে একজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মান জানিয়ে সম্মাননা ক্রেস্ট তুলে দেই। বিজয়ের ৫০ বছরে আজ বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে পরিনত হয়েছে। তারই ধারাবাহিকতা বজায় রাখতে মুন্সীবাগ দারুল ক্বারার ইসলামীয়া মাদরাসা নারায়নগঞ্জের মধ্যে প্রথম স্থান ধরে রেখেছে। আমরা মনে করি আমাদের এই মাদ্রাসাটি সারা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান দখল করে নিবে ইনশাআ্ল্লাহ।
এসময় আরও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সকল শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষার্থী বৃন্দ।