
নারায়ণগঞ্জ সমাচার:
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫০ বছর উপলক্ষ্যে মালেক সংসদের প্রতিষ্ঠাতা যুবলীগ নেতা আব্দুল মালেক মুন্সির উদ্যোগে কোরআন তেলোয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং মাদ্রাসার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় কদমতলী থানার অন্তর্ভুক্ত মেরাজ নগর সুফিয়া হাসপাতালের সামনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মালেক সংসদের প্রতিষ্ঠাতা যুবলীগ নেতা আব্দুল মালেক মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলী থানার ইন্সপেক্টর অপারেশন পি পি এম জাকির হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে ইন্সপেক্টর অপারেশন পি পি এম জাকির হোসাইন বলেন, যার জন্ম না হলে আমরা পেতাম না স্বাধীন বাংলাদেশে। সে নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ডাকেই সাড়া দিয়ে পাকিস্তানি পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাপিয়ে পড়ে বীর মুক্তিযোদ্ধারা। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমারা পেয়েছি আজ মহান বিজয়। আজ এই বিজয়ের ৫০ বছর পূর্তিতে সেই সকল শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। আজ এই বিজয়ের রজত জয়ন্তীতে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
তিনি আরও বলেন, ৫০ বছরে আজ বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়িয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় আজ এই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিনত হয়েছে। আর বিশেষ করে আজকের এই সুন্দর আয়োজন টি করেছে আমার প্রিয় মালেক ভাই, তার প্রতি কৃতজ্ঞতা জানাই। সে সব সময়ই মানুষের কল্যানের জন্য কাজ করে আল্লাহ তাকে সুস্থ রাখুক এই দোয়া করি।
আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী গোলাপ হোসেন, ৫৯ নং যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সুমন, কদমতলী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সুফিয়া জেনারেল হাসপাতালের এমডি ডা. বিল্লাহ হোসাইন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মেহেদী হাসান বাবুল, মোস্তাফিজুর রহমান মিলন,সোহেল আরমান, সোহেল রানা, মাসুদ মোল্লা।