
নারায়ণগঞ্জ সমাচার:
মহান বিজয় দিবস ও বিজয়ের ৫০ বছর পুর্তিতে নগরীতে বিশালাকার বিজয় র্যালি করেছেন ১৪ নং ওয়ার্ডের জনগন সমর্থিত, সৎ, যোগ্য, মেধাবী, বিশিষ্ট ব্যবসায়ী, হেভিওয়েট কাউন্সিলর প্রার্থী মাসুম আহমেদ।
গতকাল শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে ওয়ার্ডের আখড়া এলাকা থেকে এ বিজয় মিছিল বের করা হয়।
কাউন্সিলর প্রার্থী মাসুম আহমেদের সমর্থনে র্যালিতে হাজার হাজার ওয়ার্ডবাসী অংশ নিয়েছেন। আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়ের প্রত্যাশা ব্যক্ত করে বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা ১৪ নং ওয়ার্ড এলাকা। র্যালিটি ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
এ বিজয় র্যালিকে কেন্দ্র করে জুম্মার নামাজের পর থেকেই ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে দলে দলে কর্মী-সমর্থক ও সাধারন ভোটার-জনগন আসতে থাকে। বিজয় র্যালিতে অংশ নেয়া কর্মী-সমর্থকরা স্লোগান তোলেন, “মাসুম ভাই ভালো লোক, জয়ের মালা তারই হোক”, “মাসুম ভাই এগিয়ে চলেন, ভোটাররা আছে আপনার সাথে”। এছাড়াও বিভিন্ন স্লোগান দিতে থাকেন কর্মী-সমর্থকরা।
বিজয়র্যালি শেষে মাসুম আহমেদ বলেন, অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এ বিজয়। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর রেসকোর্স ময়দানে পাক বাহিনী আত্মসমর্পন করে এ দেশ ত্যাগ করে আর আমরা পাই বিজয়ের স্বাদ। কিন্তু এর আগেই আমাদের ৩০ লক্ষ শহীদ শাহাদাৎ বরণ করেন এবং ২ লক্ষে মা-বোনের সম্ভ্রব লুটে নেয় ঐ হানাদার বাহিনী। বিশাল এ ত্যাগের বিনিময়ে অর্জিত বিজয় আমরা ভুলণ্ঠিত হতে দিতে পারি না। আমরা কোনো অপশক্তির কাছে মাথা নত করবো না। বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এগিয়ে যেতে হবে সামনের দিকে।
তিনি বলেন, সামনেই আমাদের নির্বাচন, নির্বাচনকে কেন্দ্র করে অনেকেই মাঠে নামবে এটাই স্বাভাবিক। তবে যোগ্য ব্যক্তি বাছাই করা ভোটারদের ঈমানী দায়িত্ব। তাই আমি ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই, যদি আমি যোগ্য ব্যক্তি হই তাহলে আপনারা অবশ্যই আমাকে জয়ী করবেন। আর যদি আমার চেয়ে বেশী যোগ্য কেউ থাকে তাহলে তাকে জয়ী করবেন। কিন্তু লুটেরা-সন্ত্রাসী ও চাঁদাবাজ-চাপাবাজদের হাতে আপনাদের কর্তৃত্ব তুলে দিবেন না।