নির্বাচনকে কেন্দ্র করে অনেক বেশী ষড়যন্ত্র হচ্ছে – আইভী

25

নারায়ণগঞ্জ সমাচার:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সদ্য বিদায়ী মেয়র ও আওয়ামীলীগের মনোনীত বর্তমান মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, আমরা অনেক কঠিন সময় পাড় হয়ে এসেছি, এবার যে কঠিন হবে না তা নয়। এতো বেশী ষড়যন্ত্র হচ্ছে যে, আপনারা দেখবেন আমি একটা সাধারণ কথা বলেছি দলীয় অফিসে। সেই কথাকেও কাট-ছাট করে আগে পিছে সব বাদ দিয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন-২০২২ উপলক্ষ্যে বৃহত্তর দেওভোগ এলাকাবাসীর সাথে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। গতকাল শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে আলী আহাম্মদ চুনকা ফাউন্ডেশনের উদ্যোগে দেওভোগের চেয়ারম্যান বাড়ি এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আইভী বলেন, আমার মনে হয় কথা বলাই এখন বিশাল একটা ব্যাপার হয়ে গেছে। আমি যাই বলি না কেন, ঐ কথাগুলোকে বিকৃত করে, ঐ কথাগুলো কাট-ছাট করে মানুষকে আঘাত করার চেষ্টা করে। বিশেষ করে ধর্মীয় অনুভুতিতে আঘাত করার জন্য মিডিয়ার একটি গ্রুপ একদম সোচ্চার হয়ে আছে। এই মিডিয়াকে ব্যবহার করে কতিপয় লোক মনে হয় তাদেরকে এসাইনমেন্ট দিয়েছে যে, কিভাবে আমাকে ধর্মীয় অনুভুতিতে আঘাত করা যায়। বিভিন্ন ভাবে এ ধরনের অপচেষ্টা করছে।

 

তিনি বলেন, তাই আমি আপনাদের বলতে চাচ্ছি, আপনারা কোনো ধরনের বিভ্রান্তিতে পড়বেন না। আপনারা আমাকে ছোটবেলা থেকেই আমাদের চিনেন। আমরা আল্লাহ ওয়ালা লোক এবং আল্লাহ রাসূল (সা:) কে, পীর মুর্শিদের খেদমত করি। পীর মুর্শিদের খেদমত করেই আমরা এখানে এসেছি। এর সাথে আমি কখনোই কমপ্রোমাইজ করবো না।

তিনি আরও বলেন, ষড়যন্ত্রটা যেহেতু একটু গভীর হচ্ছে, তাই ষড়যন্ত্রের জন্য আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি যাতে এই ষড়যন্ত্রকে একদম প্রতিহত করে ন্যায় ও সত্যের পথে থাকি। নারায়ণগঞ্জে জুলুম, অত্যাচার-অবিচারের বিরুদ্ধে রূখে দাড়ানোর জন্য, কাজ করার জন্য আমার যা করণীয় আমি যেন তা করতে পারি।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. আসাদুজ্জামান, সহ-সভাপতি খবির উদ্দিন মোল্লা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জি এম আরাফাত, যুগ্ম সম্পাদক আহসান হাবিব, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সাবেক প্যানেল মেয়র ওবায়েদুল্লাহ, ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মনোয়ার হোসেন মনা সরদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইনুদ্দিন প্রধান বাবুল, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, তোলারাম কলেজের সাবেক ভিপি আলমগীর, গ্যাস বাচ্চু, মো. আরিফ হোসেন, সাইদুল ইসলাম, দিদান খন্দকার, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, যুবলীগ নেতা ফয়জুল ইসলাম রুবেল, সজিব প্রমুখ।