
আরিফ হোসেন, ফতুল্লা প্রতিনিধি, নারায়ণগঞ্জ সমাচার:
মহান বিজয় দিবস ও বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগ ফতুল্লা থানা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বাদ এশা নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন পাগলা প্যারাডাইস সিটি মাঠ এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগ ফতুল্লা থানা শাখার সহ-সভাপতি মোঃ ফারুক আহম্মেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ. এম নাজমুল হাসান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগ ফতুল্লা থানা শাখার সভাপতি শেখ মোঃ হাফিজুর রহমান।
প্রধান বক্তার বক্তব্যে শেখ মোঃ হাফিজুর রহমান বলেন, যার জন্ম না হলে আমরা পেতাম না মহান স্বাধীনতা, যার জন্ম না হলে আমরা পেতাম না স্বাধীন বাংলাদেশে, সে নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ডাকেই সাড়া দিয়ে পাকিস্তানি পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বীর মুক্তিযোদ্ধারা। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমারা পেয়েছি মহান এই বিজয়। আজ এই বিজয়ের ৫০ বছর পূর্তিতে সেই সকল শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা, স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ৫০ বছরে আজ বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়িয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় আজ এই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিনত হয়েছে।
ফতুল্লা থানা আওয়ামী মৎসজীবী লীগের সহ সভাপতি পারভেজ মোশারফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্ত:জেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক নাসির উদ্দিন, ফতুল্লা থানা আওয়ামী মৎসজীবী লীগের সাংগঠনিক সম্পাদক নাইম, অর্থ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মানিক, প্রচার প্রকাশনা সম্পাদক আলাউদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক রিনা বেগম, কৃষি বিষয়ক সম্পাদক সুমি বেগম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাবেয়া আক্তার, কার্য নির্বাহী সদস্য মিজানুর রহমান, মৎস ও প্রানী বিষয়ক সম্পাদক আকলিমা আক্তার, সদস্য মোসাম্মৎ নারগিস বেগম, সদস্য নিলা বেগম প্রমুখ।