রিয়াজ উদ্দিন বাবুর উদ্যোগে নৌকার প্রার্থীর উঠান বৈঠক

74

নারায়ণগঞ্জ সমাচার:

আসন্ন ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনের সমর্থনে  উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে আল আমিন বাগ ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন বাবুর উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। একইসাথে বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় এসময়।

পশ্চিম আল আমিন বাগ পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী মো. লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী খন্দকার লুৎফর রহমান স্বপন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের এক নম্বর কার্যকরী সদস্য আবু মো. শরীফুল হক, ফতুল্লা থানা আওয়ামীলীগ নেতা মোবারক হোসেন, জুয়েল, মাইনুদ্দিন, মিজান, রহিম প্রমুখ।

চেয়ারম্যান প্রার্থী স্বপন বলেন, আমরা ফতুল্লাবাসী আসলে দীর্ঘসময় একটি অপেক্ষায় ছিলাম নির্বাচন হওয়ার। তরুন, যুবকরা প্রায় সকলেই প্রথম ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে। কেননা গত ৩০ বছরে এই ইউনিয়নে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয় নি। এমপি মহোদয় আমার হাতে নৌকা তুলে দিয়েছেন ঠিকই, কিন্তু নৌকাকে জয়ী করতে হবে আপনাদের তথা ফতুল্লাবাসীকে।

তিনি আরও বলেন, আমাদের এলাকার সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা। আমরা অনেক পরিশ্রম করে পানি কমাই কিছুদিন পর আবার পানি বেড়ে যায়, এটা অনেকটা ছিনিমিনি খেলার মতো। তাই আমরা যদি জয়ী হই, তাহলে এমপি মহোদয়ের নির্দেশে একটি স্থায়ী সমাধান করবো জলাবদ্ধতাসহ সকল বিষয়ে।